রাত পোহালেই Ather Energy-র নতুন রঙের ই-স্কুটার লঞ্চ, আর কী নতুনত্ব চোখে পড়বে

নতুন বছর শুরু হতেই ভারতের প্রসিদ্ধ ইলেকট্রিক স্কুটার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) টিজার প্রকাশ করে তাদের স্কুটারে নতুন লাল রঙ যুক্ত হওয়ার আভাস দিয়েছিল।…

নতুন বছর শুরু হতেই ভারতের প্রসিদ্ধ ইলেকট্রিক স্কুটার নির্মাতা এথার এনার্জি (Ather Energy) টিজার প্রকাশ করে তাদের স্কুটারে নতুন লাল রঙ যুক্ত হওয়ার আভাস দিয়েছিল। এবারে সংস্থাটি আগামীকাল অর্থাৎ ৭ জানুয়ারি তাদের 450X ও 450 Plus ই-স্কুটার জোড়া নতুন কালার অপশনে লঞ্চ করবে বলে ফাঁস হওয়া নথিতে দেখা গেছে। নতুন রঙের সাথে স্কুটার দুটির সিটেও পরিবর্তন করা হবে। এতদিন কেবলমাত্র স্পেস গ্রে, মিন্ট গ্রীন এবং হোয়াইট কালারে বেছে নেওয়া যেত 450X।

450 রেঞ্জে এবার চারটি নতুন পেইন্ট স্কিম যুক্ত করতে চলেছে এথার – কসমিক ব্ল্যাক, লুনার গ্রে, সল্ট গ্রীন এবং র‍্যাভিসিং রেড। এই নতুন চারটি রঙের সাথে আগেকার তিনটি কালার স্কিমেও ইলেকট্রিক স্কুটার দুটি উপলব্ধ থাকবে কিনা, সেটা অবশ্য এখনও নিশ্চিত করা হয়নি।

এথার ৪৫০এক্স ও ৪৫০ প্লাস-এর আরেকটি আপডেট তার আসনে। আগের চাইতে আরও বড় সিট দেওয়া হবে এতে। এর ফলে লম্বা ও মোটা চালকদের সুবিধা হবে। তবে সিটের সাথে স্কুটারটির সার্বিক আকার বৃদ্ধি করলে চালককে আরও বেশি আরামদায়ক রাইডিং অফার করা যেত। এছাড়া Ather 450X-এর সাসপেনশনের সমস্যা মেটাতে কিছু বদল করা হতে পারে বলে অনুমান। তবে আগামীকালই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

Ather, Ather 450 Plus, Ather 450X, Ather 450X Colour, Ather 450X Price, Ather Energy, Electric Scooter, এথার, এথার এনার্জি

নতুন রঞে ইলেকট্রিক স্কুটারদ্বয়ের মূল্য সামান্য বাড়াতে পারে এথার। কয়েক মাস আগেই সংস্থাটি বড় ব্যাটারি প্যাকের সাথে তৃতীয় প্রজন্মের 450X লঞ্চ করেছিল। এছাড়া দেওয়া হয়েছিল একটি চওড়া টায়ার, উন্নত সফ্টওয়্যার সহ আরও অন্যান্য আপডেট। বর্তমানে 450 Plus ও 450X-এর দাম যথাক্রমে ১.১৭ লক্ষ টাকা ও ১.৩৯ লক্ষ টাকা।