একবার তেল ভরলে আর চিন্তা করতে হবে না! সস্তায় বেশি মাইলেজের পাঁচ মোটরসাইকেল

বাজারে যতোই চোখ ধাঁধানো স্পোর্টস বাইক আসুক না কেন এখনোও পর্যন্ত এদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের সিংহভাগ ১১০-১২০ সিসির কমিউটার শ্রেণীর বাইকের দখলে। একদিকে যেমন জ্বালানি সাশ্রয়ী, অন্যদিকে ঠিক তেমনি কম মেইনটেনেন্স খরচ। এই দুই অস্ত্রেই রাজত্ব করছে এই বাইকগুলি। হিরো মটোকর্প, বাজাজ, টিভিএস কিংবা হোন্ডা মোটরস সবার হাতেই রয়েছে বেশ কিছু সংখ্যক মাইলেজ-প্রধান মোটরবাইক। বর্তমানে দাঁড়িয়ে পেট্রোলের অগ্নিমূল্যে আরো বেশি করে বিক্রি বেড়েছে এই সেগমেন্টের বাইকগুলির।

এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পাঁচটি মোটরসাইকেল মাইলেজ এর দিক থেকে প্রথম সারিতে তার সন্ধান দিলাম আমরা। অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI) এর সার্টিফিকেট সহ মাইলেজের পরিসংখ্যান তুলে ধরলাম এই প্রতিবেদনে। আপনার পছন্দ অনুযায়ী তা থেকে বেছে নিন আদর্শ জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল।

Hero Splendor Pro (৯০কিমি/লিটার)

জন্মলগ্ন থেকেই এদেশের বাজারে “বেস্ট সেলিং” মোটরসাইকেলের তকমা পেয়েছে হিরো স্প্লেন্ডার। ARAI এর সার্টিফিকেট অনুযায়ী এই কমিউটার বাইকটির এক লিটার পেট্রোলে প্রায় ৯০ কিমি পথ চলতে সক্ষম। ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত এই বাইকটি সর্বোচ্চ ৮.২৪ বিএইচপি শক্তি ও ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। সাথে রয়েছে ফোর স্পিড গিয়ার বক্স। ৪৯,৪৮৫ টাকা এক্স শোরুম মূল্যে পাওয়া হিরো স্প্লেন্ডার মডেলটি Pro, Plus, i3s এবং iSmart 110 এই চারটি সংস্করণে উপলব্ধ।

Bajaj CT100 (৮৯কিমি/লিটার)

এদেশের অন্যতম জনপ্রিয় জ্বালানি সাশ্রয়ী বাইক হিসেবে পাওয়া Bajaj CT100 একটিমাত্র ভ্যারিয়েন্টেই উপলব্ধ। দিল্লির বুকে যার এক্স শো রুম মূল্য ৫৩,৬৯৬ টাকা। ARAI এর দাবি অনুযায়ী এর মাইলেজ ৮৯কিমি/লিটার। বাইকটিকে চলার শক্তি যোগায় ১০২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল্ড ইঞ্জিন। যা ৮ এইচপি পাওয়ার ও ৮.৩৪ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। উভয় দিকেই ১৭ ইঞ্চির রেডিয়াল টায়ার ও ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। CT100 এর তেল ধরন ক্ষমতা ১০.৫ লিটার ও কার্ব ওজন ১১৫ কেজি।

TVS Star City Plus (৮৬কিমি/লিটার)

ARAI এর শংসাপত্র অনুযায়ী টিভিএস স্টার সিটি প্লাস এর মাইলেজ লিটার প্রতি ৮৬ কিলোমিটার। বর্তমানে দুটি আলাদা ভ্যারিয়েন্টে এটি মেলে। প্রথমটি ৭০,০০৫ টাকা এক্স শোরুম মূল্যে ড্রাম সংস্করণ। আর দ্বিতীয়টি ডিস্ক ভ্যারিয়েন্ট। যার দাম ৭২,৭৫৫ টাকা(এক্স শোরুম)। বাইকটির মূল চালিকাশক্তি ৮.১৯ পিএস পাওয়ার ও ৮.৭ এনএম টর্ক যুক্ত ১০৯.৭ সি সি ফোর স্ট্রোক ইঞ্জিন। অ্যালয় হুইল, এলইডি হেডলাইট, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ একগুচ্ছ আধুনিক বৈশিষ্ট্য রয়েছে এতে।

Bajaj Platina 110 (৮৪কিমি/লিটার)

৬৩,৮৪৬ টাকা এক্স শোরুম মূল্যে বাজাজ প্ল্যাটিনা ১১০ মাইলেজের দিক থেকে অন্যতম সেরা। ARAI শংসাপত্র অনুযায়ী এর মাইলেজ ৮৪কিমি/লিটার। এমনকি এবিএস প্রযুক্তি সহ রয়েছে এর একটি টপ ভ্যারিয়েন্ট। যার দাম ৬৭,৪২৪ টাকা (এক্স শোরুম)। এতে ব্যবহার করা হয়েছে ১১৫.৪৫সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যার আউটপুট ৮.৬ পিএস ও ৯.৮১ এনএম। বাইকটির কার্ব ওয়েট ১১৯ কেজি।

Honda CD 110 Dream (৭৪কিমি/লিটার)

হোন্ডার একদম এন্ট্রি লেভেলের কমিউটার বাইক হল CD 110 Dream, যার দাম শুরু হয়েছে ৬৬,০৩৩ টাকা এক্স শোরুম মূল্য থেকে। এতে রয়েছে তিনটি আলাদা ভ্যারিয়েন্ট- STD BS6, DLX BS6 এবং CD 110 Dream DLX। বাইকটির অলিন্দে রয়েছে ৮.৭৯ পিএস ক্ষমতা ও ৯.৩০এনএম টর্ক যুক্ত ১০৯.১ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ব্রেকিং সিস্টেম সামলাতে এর উভয়দিকেই ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। বাইকটি এক লিটার পেট্রোলে প্রায় ৭৪ কিমি ছুটতে সক্ষম।