আজ অনুষ্ঠিত হচ্ছে Apple-র মেগা ইভেন্ট, বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট হতে পারে লঞ্চ

আমেরিকান কোম্পানি Apple এর বাৎসরিক ডেভেলপার কনফারেন্স WWDC আজ রাত ১০ টায় অনুষ্ঠিত হবে। এই মেগা টেক ইভেন্টে কোম্পানি বেশ কিছু প্রোডাক্ট ও লঞ্চ করতে পারে। করোনা ভাইরাসের কারণে এই ইভেন্টের তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে তাদের Youtube চ্যানেল থেকে এই ইভেন্ট লাইভ দেখানো হবে। এটি প্রথমবার যখন ইউটিউব থেকেও আপনি এই ইভেন্ট দেখতে পাবেন।

WWDC 2020 ইভেন্ট আজ রাতে Apple Park থেকে লাইভ করা হবে। একে Apple TV অ্যাপের মাধমেও লাইভ স্ট্রিম করা যাবে। শুধু তাই নয় Apple এর ওয়েবসাইট থেকেও এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

Apple তাদের এই ডেভেলপার কনফারেন্স ইভেন্টে বেশ কয়েকটি উপকামিং প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারে। এরসাথে জানা গেছে এই ইভেন্টে কোম্পানি তাদের পরবর্তী অপারেটিং সিস্টেমের ঘোষণা করতে পারে। যেগুলি মধ্যে iOS 14, iPadOS 14, WatchOS 7 এবং MacOS 10.13 অন্তর্ভুক্ত। পাশাপাশি কোম্পানি Apple AirPods Pro Lite এবং Apple AirPods Studio পেশ করতে পারে। আবার iMac 2020 অ্যানাউন্স করা হতে পারে বলে খবর।

এদিকে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে অ্যাপল, তার iPhone এবং iPhoneOS ডিভাইসের অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করতে চলেছে। গত বছর এই সংস্থাটি বাজারে এনেছিল IPadOS, যার অর্থ সংস্থাটি iOS-এর সর্বশেষতম সংস্করণটি তার আইপ্যাড লাইনআপে আনেনি, এনেছে iPadOS হিসেবে। অ্যাপল জানিয়েছিল, যে বিশেষত ট্যাবলেটগুলি সফ্টওয়্যার ডিজাইনের জন্য একটি পৃথক বিভাগ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই সংস্থাটি Mac-এর জন্য MacOS এবং ওয়াচগুলির জন্য WatchOS এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *