SRH vs MI: ঐতিহাসিক ম্যাচে শেষ পর্যন্ত লড়লো মুম্বাই, ৩১ রানে ম্যাচ জিতে টুর্নামেন্টের প্রথম জয় পেল কামিন্সরা

আজ আইপিএল ২০২৪ এর অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ২৭৮ রানের লক্ষ্য রাখলেও, তা তাড়া করতে নেমে রানে ২৪৬ রানে শেষ করলো মুম্বাই ইন্ডিয়ান্স। এর সাথেই এবারের আইপিএলের প্রথম জয় নিশ্চিত করলো অরেঞ্জ আর্মিরা।

আজ আইপিএলের (IPL 2024) ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব। আজ আইপিএলের অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (Sunrisers Hyderabad vs Mumbai Indians) হাইস্কোরিং গেম দেখা গেল। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ২৭৮ রানের লক্ষ্য রাখলেও, তা তাড়া করতে নেমে রানে ২৪৬ রানে শেষ করলো মুম্বাই ইন্ডিয়ান্স। এর সাথেই এবারের আইপিএলের প্রথম জয় নিশ্চিত করলো হায়দ্রাবাদ।

আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ২৭৭ রান তোলে অরেঞ্জ আর্মি। যা আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো দলের সর্বাধিক রান। যার মধ্যে ওপেনে এসে ২৪ বলে ৬২ রান করেন ট্রাভিস হেড (Travis Head)। এরপর অভিষেক শর্মার (Abhishek Sharma) ব্যাট থেকে আসে ২৩ বলে ৬৩ রান। শেষমেষ হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) ব্যাট থেকে আসে ৩৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস এবং এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪২ রান।

মুম্বাই ইন্ডিয়ান্সকে এই ম্যাচ জিততে হলে প্রয়োজন ছিল ২০ ওভারে ২৭৮ রান। যা অপেক্ষাকৃত অনেক বড় স্কোর হলেও, ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়। উপরন্তু এরকম ব্যাটিং পিচে রান তাড়া করাটা অসম্ভব বিষয়ও ছিল না। সেই মনোবৃত্তি রেখে মুম্বাইয়ের হয়ে ওপেন করতে আসেন রোহিত শর্মা এবং ঈশান কিষাণ। ২৭৮ রানের মতো তাড়া করতে নেমে প্রথম থেকেই বড় শটের জন্য যান এই জুটি। তবে শুরুটা খুব ভালো করলেও, মাত্র ১৩ রান ৩৪ রান করে শাহবাজ আহমেদের শিকার হন কিষাণ। রোহিত শর্মাও তার পরের ওভারেই ১২ বলে ২৬ রান করে প্যাট কামিন্সের শিকার হন।

এখান থেকে ম্যাচটি কিছুটা ঘোরে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে। এমন সময়ে দলকে জেতানোর জন্য সম্পূর্ণ চেষ্টা করেন নমন ধীর এবং তিলক বর্মা। নমন ১৪ বলে ৩০ রান করে আউট হয়ে গেলেও, তিলক হার মানার পাত্র একেবারেই ছিলেন না। তবে ৩৪ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর প্যাট কামিন্সের বলে নিজের উইকেট দিয়ে আসেন তিনি। সেখান থেকে অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং টিম ডেভিড সম্পূর্ণ চেষ্টা করলেও, হার্দিক ২৪ রান করে আউট হতেই পাশা একেবারে বদলে যায়। টিম ডেভিড শেষপর্যন্ত ২২ বলে ৪২ রান করে নট-আউট থাকলেও, ম্যাচটি শেষমেষ ৩১ রানে জয়লাভ করেছে অরেঞ্জ আর্মিরা।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের স্কোরকার্ড (Sunrisers Hyderabad vs Mumbai Indians Match Scorecard):

সানরাইজার্স হায়দ্রাবাদ: ২৭৭/৩ (২০ ওভার)

মুম্বাই ইন্ডিয়ান্স: ২৪৬/৫ (২০ ওভার)

ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ ৩১ রানে জয়লাভ করেছে।