Vivo Y400 5G ভারতে লঞ্চ হচ্ছে 4 আগস্ট, পাওয়া যাবে 20 হাজার টাকার কমে

ইন্দোনেশিয়ায় সম্প্রতি লঞ্চ হয়েছে Vivo Y400 4G। এবার এই ফোনের 5G ভার্সন ভারতে আসছে। ইতিমধ্যেই এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এছাড়া জানা গেছে, Vivo Y400 5G ও 4G মডেলের ক্যামেরা ডিজাইন একই রকম হবে। দুটি ডিভাইসেই পিল-আকৃতির ক্যামেরা সেটআপের মধ্যে দুটি লেন্স কাটআউট ও একটি রিং লাইট থাকবে। তবে কোম্পানির তরফে প্রকাশ করা টিজার পোস্টার অনুযায়ী, Vivo Y400 5G মডেলটি পাওয়া যাবে অলিভ গ্রিন ও গ্ল্যাম হোয়াইট কালার অপশনে, যেখানে 4G মডেল ট্রপিকাল গ্রিন কালারে এসেছে।

Vivo Y400 5G আগামী ৪ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে

ভিভো সম্প্রতি নিশ্চিত করেছে যে, ৪ আগস্ট ভারতে আসবে Vivo Y400 5G ফোনটি। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখান থেকে ডিভাইসটির ফিচার সহ দামের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Vivo Y400 5G এর ভারতে দাম

অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, ভিভো ওয়াই৪০০ ৫জি স্মার্টফোনের সামনে পাঞ্চ-হোল ডিজাইনের ১২০ হার্টজ AMOLED ডিসপ্লে দেখা যাবে। আর ডিভাইসটির দাম রাখাহবে ২০,০০০ টাকার কম। যদিও স্টোরেজ ভ্যারিয়েন্ট বা অন্যান্য স্পেসিফিকেশন এখনও অজানা।

Vivo Y400 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

আসন্ন ফোনটি Vivo Y400 Pro-এর কাট-ডাউন ভার্সন হবে। প্রো মডেলে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি/২৫৬ স্টোরেজ, ৬.৭৭ ইঞ্চি 3D কার্ভড ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিটস।

এছাড়া রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।