Oppo A57 (2022) আগামী ২১ জুন ভারতে লঞ্চ হচ্ছে, ফাঁস হল দাম

গত মে মাসে থাইল্যান্ডের বাজারে লঞ্চ করা হয়েছিল Oppo A57 (2022) স্মার্টফোনকে। আর এখন জানা যাচ্ছে উক্ত মডেলটি ভারতেও আত্মপ্রকাশ করতে চলেছে৷ আগামী ২১শে জুন ফোনটি এদেশে পা রাখবে। পাশাপাশি এদেশে ফোনটির দাম কত রাখা হবে তাও জানা গেছে। প্রসঙ্গত, আসন্ন 4G হ্যান্ডসেটটি একাধিক অনলাইন স্টোরে পাওয়া যাবে। তবে কিছুদিন পর থেকে একে অফলাইন স্টোরের মাধ্যমেও কেনা যেতে পারে। চলুন আপকামিং Oppo A57 (2022) স্মার্টফোন সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে তা বিশদে জেনে নেওয়া যাক।

Oppo A57 (2022) স্মার্টফোনের লঞ্চের তারিখ ও দামের তথ্য ফাঁস হল

রুটমাইগ্যালাক্সি-এর সাথে সহযোগিতায় টিপস্টার পারাশ গুগলানি (Paras Guglani) সম্প্রতি, আসন্ন ওপ্পো এ৫৭ (২০২২) স্মার্টফোনের প্রত্যাশিত বিক্রয় মূল্য এবং লঞ্চের তারিখ সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। টিপস্টারের দাবি, আগামী ২১শে জুন ১৩,৫০০ টাকা প্রাইজ ট্যাগের সাথে স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে। এছাড়া, এই ওপ্পো হ্যান্ডসেটটি বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট এবং সংস্থার অফিসিয়াল অনলাইন স্টোরের মাধ্যমে উপলব্ধ হবে।
পাশাপাশি ফোনটি অফলাইন মার্কেটেও পাওয়া যাবে।

প্রসঙ্গত, ওপ্পো এ৫৭ (২০২২) স্মার্টফোনকে গত মে মাসে থাইল্যান্ডে ৫,৪৯৯ থাইবাট (ভারতীয় মূল্যে প্রায় ১২,২০০ টাকা) প্রাইজ ট্যাগ সহ লঞ্চ করা হয়েছিল, যা স্মার্টফোনটির ভারতীয় সংস্করণের প্রত্যাশিত মূল্যের চেয়ে অনেকটাই কম। থাইল্যান্ডে ফোনটি গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন কালার অপশনে এসেছিল।

Oppo A57 (2022) স্পেসিফিকেশন

থাইল্যান্ডে লঞ্চ হওয়া Oppo A57 (2022) স্মার্টফোনটি ডুয়াল-সিম সমর্থনের সাথে এসেছে। এতে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬১২ পিক্সেল) LCD ডিসপ্লে পেনেল রয়েছে। এই ডিভাইসে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিন দ্বারা চালিত। অন্যদিকে স্টোরেজ হিসাবে উক্ত মডেলে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম বর্তমান।

ফটোগ্রাফির জন্য Oppo A57 (2022) ফোনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর ডিভাইসের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে – 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। নিরাপত্তার জন্য থাকছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।