Honda Activa-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে Maestro Xoom নিয়ে আসছে Hero, কেমন হবে এই স্কুটার

অপেক্ষার মাত্র হাতে গোনা কটি দিন, উৎসবের আমেজে গা ভাসাতে প্রস্তুত আট থেকে আশি। আর এর মধ্যে তরুণ প্রজন্মের জন্য সুখবর নিয়ে এলো Hero MotoCrop। তার হাত ধরে বাজারে আসতে চলেছে জনপ্রিয় এক স্কুটারের নব সংস্করণ। যার পোশাকি নাম Hero Maestro Xoom। শোনা যাচ্ছে Maestro Edge ১১০ সিসি এর থেকেও কিছু অতিরিক্ত ফিচার্স এবং নতুন ডিজাইনের চোখে পড়ার মতো চমক থাকবে নতুন স্কুটারে। আনুষ্ঠানিকভাবে এই মডেলটির এখনো আত্মপ্রকাশ না ঘটলেও একটি অটো পোর্টাল রিপোর্ট অনুসারে সম্প্রতি Hero Maestro Xoom স্কুটারটিকে ট্রায়াল দিতে দেখা গেছে। নির্মাণকারী সংস্থার তরফ থেকে Maestro Edge 110 cc মডেলটির এক্স শোরুম প্রাইস হিসেবে ধার্য করা হয়েছিল ৬৬,৮২০(ড্রাম সংস্করণ)-৭৩,৪৯৮(ডিস্ক সংস্করণ), যেখানে Hero Maestro Xoom এর মূল্য আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বহু উন্নত ফিচার্স সুসজ্জিত এই স্কুটারটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় যে এটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযোগ করতে পারে কল, মিউজিক ও অন্যান্য এপ্লিকেশনের জন্য। ১২ ইঞ্চির অ্যালয় যুক্ত সামনের চাকা এবং ১০ ইঞ্চি পেছনের চাকার Maestro Edge মডেলটির সাথে তুলনা করলে দেখা যায় Maestro Xoom এর উভয় চাকাই ১২ ইঞ্চির অ্যালয় হুইল।

স্টাইল এর দিক থেকে বাজারে চলতি Maestro Edge 110 এর তুলনায় অনেক বেশি স্মার্ট লুক দিয়েছে নতুন মডেলটি। যেখানে উপস্থিত রয়েছে শার্প সিঙ্গেল পিস এলইডি হেড ল্যাম্প এবং এলইডি ডিআরএল সহ টার্ন সিগন্যাল। উপরন্তু এর মধ্যে রয়েছে কর্নার বেন্ডিং ফাংশনালিটি, যেটা ভালো দৃশ্যমানতা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয়।

Maestro Xoom এ ব্যবহার করা হয়েছে ১১০.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭,৫০০ আরপিএম গতিতে ৮ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৮.৭৫ এনএম টর্ক উৎপন্ন করবে। সর্বোপরি, Hero এর i 3S প্রযুক্তি একে জ্বালানি সাশ্রয়ের ক্ষমতা বৃদ্ধি করার সুবিধা প্রদান করে।

অন্যদিকে Vida সাব ব্যান্ডের হাত ধরে আগামী ৭ই অক্টোবর আত্মপ্রকাশ করতে চলেছে হিরোর প্রথম বৈদ্যুতিক স্কুটার। এই মডেলটির আনুমানিক মূল্য এক লাখ টাকার আশেপাশে থাকতে পারে। অর্থাৎ TVS iQube ও Bajaj Chetak এর সঙ্গে এই মডেলটির প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। হিরোর অন্ধ্রপ্রদেশ কেন্দ্রিক হাব থেকে তৈরি করা হবে এই ইলেকট্রিক স্কুটারটি। এর পাশাপাশি Xpulse 421 সিসি, Xpulse 300 ও Xtreme 300 মডেলগুলির রোড টেস্টিং এই মুহূর্তে চলছে। নিকট ভবিষ্যতে এই তিনটি মডেলেরও দেখা পাবো আমরা।