Moto G82 5G এর ফার্স্ট লুক প্রকাশ্যে, আসছে পাঞ্চ হোল ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে

সম্প্রতি Moto G52 লঞ্চ করার পর জনপ্রিয় টেক ব্র্যান্ড Motorola আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা শুরু হয়েছে। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে এই হ্যান্ডসেটটি ব্র্যান্ডের G-সিরিজে অধীনে Moto G82 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে৷ এর পাশাপাশি রিপোর্টটি আসন্ন Moto G82 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করেছে। Rhode 5G+ কোডনেমের এই ফোনটি Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত বলে জানা গেছে। ডিভাইসটি ৬.৫৫ ইঞ্চির POLED ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এই হাই মিড রেঞ্জের ফোনটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আসুন এই আপকামিং Moto G82 5G-এর সম্পর্কে ঠিক কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Motorola Moto G82 5G- এর রেন্ডার এবং ডিজাইন

টেক সাইট 91mobiles এবং টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) যৌথভাবে আসন্ন মোটোরোলা মোটো জি৮২ ৫জি-এর রেন্ডার ও প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। রেন্ডারগুলি প্রকাশ করেছে, এই আসন্ন হ্যান্ডসেটটি মোটো জি৫২-এর মতো অনুরূপ ডিজাইন সহ আসবে৷ অর্থাৎ এই ডিভাইসে ফুল-স্ক্রিন ডিসপ্লে এবং কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট থাকবে। ডিভাইসের ব্যাক প্যানেলে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যা রিয়ার প্যানেলের ওপরের বাম কোণে অবস্থান করবে।

মোটোরোলা মোটো জি৮২ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার (Moto G82 5G Expected Specifications and Features)

মোটোরোলা মোটো জি৮২ ৫জি ফোনে ৬.৫৫ ইঞ্চির ফুল-এইচডি+ POLED ডিসপ্লে থাকবে, যা ৪০২ পিপিআই পিক্সেল ঘনত্ব, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রায় ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে৷ এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে এবং এটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য Moto G82 5G- এর রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স উপস্থিত থাকবে। প্রাইমারি ক্যামেরাকে সহায়তা করার জন্য এতে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। আবার সেলফি এবং ভিডিও কলের জন্য Moto G82 5G ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, আসন্ন মোটো হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। এছাড়া, এই ফোনে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত থাকবে। হ্যান্ডসেটটি আইপি৫২ স্প্ল্যাশ-প্রতিরোধী রেটিং সহ আসবে বলেও জানা গেছে।