Vivo Y36m-এর স্পেসিফিকেশন, দাম লঞ্চের আগেই ফাঁস, থাকছে প্রচুর র‍্যাম ও স্টোরেজ

Vivo Y35m গত জানুয়ারি মাসে বাজারে এসেছিল। আর এখন, Vivo Y36m নামে সেটির উত্তরসূরী চীনা টেলিকম (China Telecom) ওয়েবসাইটে হাজির হয়ে, শীঘ্রই লঞ্চের সম্ভাবনা উস্কে দিয়েছে। চীনা টেলিকমের লিস্টিং থেকে স্মার্টফোনটির স্পেসিফিকেশন, দাম, এবং অফিশিয়াল ছবি সামনে এসেছে। চলুন দেখে নিই, Vivo Y36m কী কী অফার করতে চলেছে।

Vivo Y36m: স্পেসিফিকেশন, দাম, ছবি সামনে এল

ভিভো ওয়াই৩৬এম চীনা টেলিকম সার্টিফিকেশন প্ল্যাটফর্মে V2318A মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। সেখান থেকে প্রাপ্ত রেন্ডার অনুযায়ী, ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ এবং নীচে পুরু চিন থাকবে। আর পিছনের প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে।

তবে, ক্যামেরা কত মেগাপিক্সেলের হবে, লিস্টিংটি সেটা প্রকাশ করেনি। ভিভো ওয়াই৩৬এম-এ সামান্য ফ্ল্যাট এজ দেখা যাবে এবং পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। স্মার্টফোনটি ব্ল্যাক ইঙ্কস্টোন এবং গ্রিন গ্লেজ – এই দুই কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে।

Vivo Y36m Launch Date

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ভিভো ওয়াই৩৬এম-এ ১,৬১২ x ৭২০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। চীনা টেলিকম ডেটাবেসে এই ফোনটি MediaTek MT6833V’/ZA প্রসেসরের সাথে দেখা গেছে, যা সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০/ রিব্র্যান্ডেড ডাইমেনসিটি ৬০২০ চিপসেট হতে পারে। এটি দুটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে – ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

এছাড়া, Vivo Y36m বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারিতে চলবে এবং এতে ইউএসবি-সি পোর্ট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকবে। সার্টিফিকেশন সাইটটটির লিস্টিং অনুযায়ী, চীনের বাজারে Vivo Y36m-এর বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হবে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,১৩০ টাকা), যেখানে উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি ১,৭৯৯ ইউয়ানে (প্রায় ২০,৫৬০ টাকা) পাওয়া যাবে।