একদম বিনামূল্যে ওয়েবসাইট বানানোর সুযোগ দিচ্ছে Microsoft, রয়েছে আরও সুবিধা

বিশ্বজুড়ে স্টার্টআপের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে; এগুলির প্রযুক্তিগত সহায়তার জন্যে উপলব্ধ রয়েছে Microsoft, Google-এর মত বিভিন্ন সংস্থা প্রদত্ত নানা সুযোগ-সুবিধাও। সেক্ষেত্রে এবার ব্যবসায়িক কোম্পানি ও নতুন স্টার্টআপের জন্য সামনে এল এক বিরাট সুখবর। আসলে এবার বিনামূল্যেই বানিয়ে ফেলা যাবে নিজের আস্ত একটা ওয়েবসাইট। যদিও আমাদের চারপাশে ওয়েবসাইট বিল্ডারের অভাব নেই বটে, তবে এগুলির সাহায্যে নিখরচায় ওয়েবসাইট বানানো যায়না। কোনোক্রমে মূল সাইটটি বিনামূল্যে তৈরি করা গেলেও তার সমস্ত ফিচার পেতে চড়া টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে হয়। ফলে, ইচ্ছে থাকলেও অনেকেই নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারেন না৷ তবে এই ধরণের সমস্যা থেকে মুক্তি দিতেই এবার এগিয়ে এলো Microsoft।

দা ভার্জ এর রিপোর্ট অনুযায়ী, Microsoft এবার একটি নতুন ওয়েবসাইট বিল্ডার নিয়ে আসছে যা ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই নতুন ওয়েবসাইট বিল্ডারের বিজ্ঞাপনী ব্লগ পোস্টে জনপ্রিয় মাল্টি-টেক কোম্পানিটি দাবি করেছে যে, বিশ্বের ৩৬% ব্যবসায়িক সংস্থার কোনো ওয়েবসাইট নেই। অথচ এখন উপভোক্তাদের ৮০%, কোনো কেনাকাটা করার বা কিছু দেখার আগে ইন্টারনেটে কোম্পানি সম্পর্কে খোঁজখবর নেন। সেক্ষেত্রে সংস্থার নিজস্ব ওয়েবসাইট না থাকলে ছোট ব্যবসাগুলির ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দেয়। তাই Microsoft, এই বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে।

এই প্রসঙ্গে বলে রাখি, মাইক্রোসফ্ট (Microsoft)-এর এই নতুন ব্যবস্থায় যে কেবলমাত্র বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা যাবে তা-ই নয়, কোনো সংস্থা তার ফেসবুক পেজ থেকে সরাসরি তথ্য ইম্পোর্ট করেও ওয়েবসাইট তৈরি করতে পারবে; ফলে সময়ও বাঁচবে বেশ কিছুটা। এক্ষেত্রে মাইক্রোসফ্টের ওয়েবসাইট বিল্ডারটি স্বয়ংক্রিয়ভাবে সমস্ত তথ্যগুলি নতুন ওয়েবসাইটে সাজিয়ে নেবে যা পরবর্তী সময়ে প্রয়োজন হলে অদল-বদলও করা যাবে।

কিভাবে মাইক্রোসফ্ট ওয়েবসাইট বিল্ডারের সাহায্যে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন?

বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার জন্য, আপনাকে মাইক্রোসফ্টের ডিজিটাল মার্কেটিং সেন্টার (https://ui.ads.microsoft.com/campaign/digitalmarketing)-এ যেতে হবে এবং যদি এখানে আপনার অ্যাকাউন্ট না থাকে তবে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে একটি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন তৈরি করতে হবে এবং “আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, হেল্প মি বিল্ড ওয়ান ফর ফ্রি” অপশনটি বেছে নিতে হবে।

সংস্থার মতে, উল্লিখিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটের জন্য পছন্দমত নাম ও URL বেছে নিতে পারবেন৷ তারপর হয় আপনাকে ফেসবুক থেকে প্রয়োজনীয় তথ্য ইম্পোর্ট করতে হবে নাহলে নতুন করে সমস্ত তথ্য প্রদান করতে হবে।

জানিয়ে রাখি, আগ্রহীরা তাদের নতুন ওয়েবসাইটে হেডলাইন, ডেসক্রিপশন, কাস্টমার অ্যাকশন বাটন (কল নাও, সেন্ড ইমেইল, গেট কোট ইত্যাদি), কভার ইমেজ, বিজনেস সামারি, সোশ্যাল পোস্ট, রিভিউ, গ্যালারি, বিজনেস কনট্যাক্ট ইনফরমেশন প্রভৃতি অপশন যুক্ত করতে পারবেন। সমস্ত সাজানো গোছানো হলেই আপনি এটিকে অন্য ওয়েবসাইটের মতই পাবলিশ করে ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন