Hero Xtreme 200S 4V নাকি KTM RC 200? স্পোর্টস বাইকের থ্রিল চাইলে কোনটা নিলে লাভ

হিরো মোটোকর্প (Hero MotoCorp) সম্প্রতি ভারতে ফুল-ফেয়ার্ড মোটরসাইকেলের নয়া ভ্যারিয়েন্ট Hero Xtreme 200S 4V লঞ্চ করেছে। চমক হিসেবে এতে রয়েছে চারটি ভাল্ভ। এদিকে উক্ত সেগমেন্টে…

হিরো মোটোকর্প (Hero MotoCorp) সম্প্রতি ভারতে ফুল-ফেয়ার্ড মোটরসাইকেলের নয়া ভ্যারিয়েন্ট Hero Xtreme 200S 4V লঞ্চ করেছে। চমক হিসেবে এতে রয়েছে চারটি ভাল্ভ। এদিকে উক্ত সেগমেন্টে দীর্ঘদিন ধরে থাকা KTM RC 200 নিজের পা ক্রমশ শক্ত করে চলেছে। এটিও সম্প্রতি নতুন ভার্সনে লঞ্চ হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, দুই স্পোর্টস বাইকের মধ্যে সেরা কে? এই প্রতিবেদনে তুলনার মাধ্যমে তারই উত্তর খোঁজা হল।

Hero Xtreme 200S 4V vs KTM RC 200 : ডাইমেনশন

নতুন Hero Xtreme 200S 4V-এর দৈহিক ওজন ১৫৫ কেজি, মাটি থেকে সিটের উচ্চতা ৭৯৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি। যেখানে নতুন KTM RC 200-এর কার্ব ওয়েট ১৭২ কেজি, সিট হাইট ৮২৪ মিমি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৮ মিমি। Hero Xtreme 200S 4V ও KTM RC 200-তে যথাক্রমে ১৩ লিটার ও ১৩.৭ লিটার ফুয়েল ট্যাঙ্ক অফার করা হয়েছে। KTM RC 200-এর থেকে Xtreme 200S 4V-এর সিট হাইট ও ওজন কম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি।

Hero Xtreme 200S 4V vs KTM RC 200 : ইঞ্জিন

Hero Xtreme 200S 4V-তে এগিয়ে চলার শক্তি জোগাতে একটি ১৯৯.৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড, ৪-ভাল্ভ ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি থেকে ১৮.৫ এইচপি শক্তি এবং ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সাথে সঙ্গত দিতে আছে ৫-গতির গিয়ারবক্স।

অন্যদিকে, KTM RC 200 একটি ১৯৯.৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ৪-ভাল্ভ ইঞ্জিনে ছোটে। এটি থেকে সর্বোচ্চ ২৪ এইচপি শক্তি এবং ১৯.২ এনএম টর্ক পাওয়া যায়। ৬-স্পিড ট্রান্সমিশনে রয়েছে এতে। অর্থাৎ লিকুইড কুল্ড পাওয়ারট্রেন সমেত KTM RC 200-এর ক্ষমতা Xtreme 200S 4V-এর তুলনায় বেশি।

Hero Xtreme 200S 4V vs KTM RC 200 : দাম ও ফিচার্স

Hero Xtreme 200S 4V-এর দাম ১.৪১ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে KTM RC 200 কিনতে খরচ করে ২.১৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ফিচারের প্রসঙ্গে বললে, উভয় মোটরসাইকেলেই রয়েছে ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অতিরিক্ত হিসাবে Xtreme 200S 4V-তে উপস্থিত টার্ন বাই টার্ন নেভিগেশন এবং স্টার্ট/স্টপ টেকনোলজি।

যেখানে KTM RC 200-তে দেওয়া হয়েছে সুইচেবল রিয়ার এবিএস। যা Xtreme 200S 4V-তে অনুপস্থিত। তাই কম বাজেটে বেশি ফিচারের মোটরসাইকেল পছন্দ হলে Xtreme 200S 4V আদর্শ মডেল। আরা যারা একটু প্রিমিয়াম ফিচার ও হাই পারফরম্যান্স চাইছেন তারা নিঃসন্দেহে KTM RC 200 কিনতে পারেন।