Huawei EV: শাওমির দেখাদেখি নিজেদের প্রথম গাড়ি নিয়ে বড় ঘোষণা করল হুয়াওয়ে

বিশ্ববাজারে স্মার্টফোন নির্মাণকারী কোম্পানিগুলি দল বেঁধে ইলেকট্রিক গাড়ির বাজারে পদার্পণ করছে। সম্প্রতি বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi) চীনে SU7 লঞ্চ করেছে। এবারে আরও এক…

বিশ্ববাজারে স্মার্টফোন নির্মাণকারী কোম্পানিগুলি দল বেঁধে ইলেকট্রিক গাড়ির বাজারে পদার্পণ করছে। সম্প্রতি বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi) চীনে SU7 লঞ্চ করেছে। এবারে আরও এক চৈনিক স্মার্টফোন ও টেলিকম কোম্পানি হুয়াওয়েই (Huawei) তাদের প্রিমিয়াম ইলেকট্রিক সেডান Luxeed S7-এর ডেলিভারি আরম্ভের কথা ঘোষণা করল। Chery Auto নামে এক সংস্থার সঙ্গে যৌথ ভাবে গাড়িটি বানিয়েছে তারা।

Luxeed S7-এর ডেলিভারি আরম্ভ করল Huawei

রয়টার্সের তথ্য অনুযায়ী, Luxeed S7-এর ডেলিভারি আরও অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতার কারণে গাড়ি তৈরির কাজ শুরু করা যাচ্ছিল না। তাই এই বিলম্ব। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই গাড়িটির বেশ কয়েকটি মডেল কারখানা থেকে তৈরি হয়ে বেরিয়েছে। এগুলি এখন ক্রেতাদের ডেলিভারি দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, Luxeed EV ব্র্যান্ডের আওতায় S7 সেডান হচ্ছে সংস্থার প্রথম ইলেকট্রিক গাড়ি। হুয়াওয়েই দাবি করেছে, গত বছর 28 নভেম্বর পর্যন্ত তারা মডেলটির প্রায় 20,000 অর্ডার পেয়েছে। এই সেডান প্রিমিয়াম গাড়ির দাম 34,600 ডলার ধার্য করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 28.8 লাখ টাকা। এপ্রিল শুরু হতেই সেমিকন্ডাক্টর সংক্রান্ত সমস্যা থেকে পরিত্রাণ মিলেছে বলে জানিয়েছে কোম্পানি।

প্রসঙ্গত, হুয়াওয়েই এখন আর শুধু টেকনোলজি জায়েন্ট নয়, গাড়ির বাজারেও পদার্পণ ঘটেছে তাদের। বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার ফলে এই সিদ্ধান্ত নিয়েছিল তারা। ইদানিং বেশ কিছু স্মার্টফোন কোম্পানি বৈদ্যুতিক গাড়ি তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। যার মধ্যে রয়েছে Xiaomi ও Sony। হয়তো ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হবে আরও কিছু স্মার্টফোন কোম্পানির নাম। ভারতের বাজারে এই গাড়ির লঞ্চের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।