শহরকে পরিচ্ছন্ন রাখার পুরস্কার, সাফাই কর্মীদের হাতে ইলেকট্রিক স্কুটার তুলে দিলেন মুখ্যমন্ত্রী

শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের অবদান কতটা, এবার তা বুঝিয়ে দিল কর্ণাটক সরকার। দক্ষিণ ভারতের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কার্যত সাফাই কর্মীদের সম্মান…

শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের অবদান কতটা, এবার তা বুঝিয়ে দিল কর্ণাটক সরকার। দক্ষিণ ভারতের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কার্যত সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপনার্থে তাঁদের হাতে ইলেকট্রিক স্কুটার তুলে দেওয়ার কর্মসূচীর সূচনা করলেন। রাজ্যের দশটি মিউনিসিপাল কর্পোরেশনের সকল সাফাই কর্মীরা ইলেকট্রিক টু-হুইলার পুরস্কার হিসাবে পাবেন বলে ঘোষণা করা হয়েছে।

এই পদক্ষেপের মধ্য দিয়ে বোম্মাই রাজ্যের সাফাই কর্মীদের জীবনকে কিছুটা হলেও সহজ করতে চেয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “ইলেকট্রিক টু-হুইলার বিতরণ প্রকল্পে রাজ্যের দশটি শহরের কর্পোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মোট ৬০০ জন সাফাই কর্মীকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রথম পর্যায়ে ৪০০ জনকে বৈদ্যুতিক যান দেওয়া হবে।”

বিধান সৌধ, বিকাশ সৌধ এবং এমএস বিল্ডিংয়ে কর্মরত সাফাই কর্মীরাও এই প্রকল্পের আওতাধীন বলে জানিয়েছেন বোম্মাই। ইলেকট্রিক টু-হুইলার বিতরণ অনুষ্ঠানটি বিধান সৌধের ‘কর্ণাটক স্টেট সাফাই কর্মচারী ডেভেলপমেন্ট কর্পোরেশন’-এর তরফে আয়োজিত হয়েছিল।

মুখ্যমন্ত্রী বলেন, সাফাই কর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। তাঁর কথায়, এই কর্মীদের সম্মান জ্ঞাপনার্থে একাধিক প্রকল্পের মধ্যে একটি হল বৈদ্যুতিক যানবাহন বিতরণ। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “পশ্চিমের দেশগুলিতে সাফাই কর্মীরা গাড়িতে যাতায়াত করেন। এবার থেকে যা এখানেও হবে। এখন তারা বৈদ্যুতিক স্কুটারে যাতায়াত করবেন। তবে গাড়িতে চেপে তাঁদের চলাফেরার দিন আর বেশি দেরি নেই।”