2022 KTM RC 125 ও RC 200 ভারতে লঞ্চ হল, নতুন ফিচারের সাথে আসা বাইক দুটির দাম কত?

Avatar

Updated on:

KTM RC সিরিজের ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইকগুলি চলতি বছরের অন্যতম বহু-প্রতীক্ষিত লঞ্চ ছিল, বিশেষ করে গত মাসে RC 125, RC 200, এবং RC 390-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর, ভারতে মডেলগুলি কবে পা রাখবে, সেই দিয়ে বাইকপ্রেমীরা মুখিয়ে ছিলেন। কোনও আগাম ঘোষণা ছাড়াই এবার ভারতে RC 125 এবং RC 200-এর নতুন মডেল লঞ্চ করল KTM। 2022 KTM RC 125 এবং 2022 KTM RC 200-এর দাম যথাক্রমে ১ লক্ষ ৮২ হাজার ও ২ লক্ষ ৯ হাজার টাকা। KTM RC 125-এর পুরনো মডেলের চেয়ে নতুন মডেলের দাম ২ হাজার টাকা বেশি। অন্য দিকে, KTM RC 200-এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

2022 KTM RC 125 এবং 2022 KTM RC 200-এর বুকিং শুরু হয়ে গিয়েছে। RC 125 খুব শীঘ্রই সমস্ত শোরুমে চলে আসবে। তবে RC 200-এর ক্ষেত্রে অপেক্ষার মেয়াদ একটু বেশি হবে বলেই মনে করা হচ্ছে। বাইকটি আগামী মাসে শোরুমে পা রাখবে বলে আশা করা যায়।

2022 KTM RC 125 এবং  KTM RC 200: আপডেট

নতুন মডেলের ওজন ঝরিয়ে স্লিম চেহারার সাথে বাজারে আনা বরাবরই কেটিএমের ঐতিহ্যের মধ্যে পড়ে। চাকা থেকে ৩.৪ কেজি, ব্রেকিং সিস্টেম থেকে ৯৬০ গ্রাম, এবং নতুন সাব ফ্রেম ব্যবহারের কারণে আরসি ১২৫ ও আরসি ২০০ মডেল থেকে আরও ১.৫ কেজি ওজন কমাতে পেরেছে কেটিএম।

ডিজাইন ২০২২ কেটিএম আরসি ১২৫ ও আরসি ২০০-এর অন্যতম আলোচিত বিষয় ছিল। কেটিএম জানিয়েছে, মোটোজিপি রেসিং বাইক থেকে তারা ডিজাইনের অনুপ্রেরনা পেয়েছে। বাইকগুলি এখন আগের থেকে বেশি অ্যারোডায়নামিক। আরসি ২০০-এ এলইডি হেডলাইট দেওয়া হলেও, আরসি ১২৫ মডেলটি হ্যালোজেন হেডল্যাম্পের সাথে এসেছে।

2022 KTM RC 125 এবং KTM RC 200: ইঞ্জিন

2022 KTM RC 125 এবং KTM RC 200-এ আরও বড় এয়ারবক্স, নতুন ইঞ্জিন ম্যাপ, কার্ভড রেডিয়েটর এবং আরও ভাল থ্রোটল রেসপন্স পেয়েছে। যার ফলে পারফরম্যান্সে সামান্য আপগ্রেড দেখা যাবে। আরসি ২০০-এর ইঞ্জিন ২৫.৮ পিএস পাওয়ার এবং ১৯.৫ এনএম টর্ক উৎপন্ন করবে, যা পুরনো মডেলের চেয়ে ০.৮ পিএস ও ০.৩ এনএম বেশি। অন্য দিকে, আরসি ১২৫-এর ইঞ্জিন থেকে ১৫ পিএস পাওয়ার এবং ১২ এনএম টর্ক (০.৫ এনএম বেশি) পাওয়া যাবে।

2022 KTM RC 125 এবং KTM RC 200: হার্ডওয়্যার

স্মুদ রাইডিংয়ের জন্য ৪৩ মিমি ইউএসডি ফোর্কস এবং মনোশক সাসপেনশন অপরিবর্তিত রাখা হয়েছে। ব্রেকিং ডিউটির জন্য বাইকগুলির সামনে ৩২০ মিমি ডিস্ক এবং পিছনে ২৩০ মিমি ডিস্ক রয়েছে। আরসি ২০০-এ ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে৷ আবার পিছনের চাকায় এবিএস ডিঅ্যাক্টিভেট করার সুবিধা থাকছে।

2022 KTM RC 125 এবং KTM RC 200: ফিচার

২০২২ কেটিএম আরসি ১২৫ এবং কেটিএম আরসি ২০০-এর ফিচারগুলির মধ্যে অ্যাডজাস্টেবল হ্যান্ডেলবার, নতুন এলসিডি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ১৩.৭ লিটার ক্যাপাসিটির ফুয়েল ট্যাঙ্ক (আগে ছিল ৯.৫ লিটার), এবং ফ্রন্ট ইন্ডিকেটর সহ ইন্টিগ্রেটেড পজিশন ল্যাম্প উল্লেখযোগ্য।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥