নতুন সেভেন সিটার আনছে Maruti, ফিচারে হবে সবার সেরা, এই গাড়ির লঞ্চ কবে?

Updated on:

Maruti Suzuki launch its most Feature loaded Car next year

ভারতের যাত্রী গাড়ির বৃহত্তম নির্মাতা হওয়া সত্ত্বেও মারুতি সুজুকি (Maruti Suzuki)-র বরাবরের একটি বদনাম রয়েছে। তা হল তাদের গাড়িতে কম ফিচার। তবে এই দুর্নাম ঘোচাতে যারপরনাই চেষ্টা চালিয়ে গিয়েছে ইন্দো-জাপানি সংস্থাটি। যার নিদর্শনস্বরূপ আমরা তাদের নতুন মডেল Brezza, Baleno এবং Grand Vitara-কে দেখেছি। অত্যাধুনিক ফিচারে সজ্জিত হয়ে এসেছে এগুলি। তবে মারুতির আসন্ন পরবর্তী সাত আসন বিশিষ্ট গাড়িটি এই সমস্ত মডেলকে বৈশিষ্ট্যের দিক থেকে পরাস্ত করবে। এই প্রতিবেদনে সেই গাড়িটির সম্পর্কেই আলোকপাত করা হল।

Maruti Innova উন্নয়ন

মারুতি এবং টয়োটা (Toyota) যৌথভাবে ভারত এবং আন্তর্জাতিক বাজারে যাত্রী গাড়ি তৈরি করে। যেমন বিশ্ববাজারে সুজুকি টয়োটার RAV4 গাড়িটি A-Cross নামে বিক্রি করে। জল্পনা সত্যি হলে ক’দিন আগেই উন্মোচিত টয়োটা ইনোভা হাইক্রস গাড়িটি রিব্র্যান্ডেড করে মারুতি তাদের নাম বসিয়ে কিছু অদল-বদল করে নয়া মোড়কে বাজারে আনবে।

Maruti-র সর্বাধিক ফিচার যুক্ত গাড়ি

টয়োটা ইতিমধ্যেই তাদের Innova HyCross-এর উপর থেকে পর্দা সরিয়েছে। এটি তাদের অন্যতম সর্বোত্তম ফিচার যুক্ত গাড়ি যেটি টয়োটা সেফটি সেন্স (ADAS), একটি প্যানোরামিক সানরুফ, ক্যাপ্টেন সিট, একটি ১০.১ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক পার্কিং ব্রেক সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত। আশা করা হচ্ছে, এই সমস্ত ফিচার মারুতির ভার্সনেও উপলব্ধ থাকবে। আর সেই কারণেই আসন্ন গাড়িটি হতে চলেছে মারুতির সর্বাধিক বৈশিষ্ট্য যুক্ত মডেল।

Maruti Innova লঞ্চের সময়কাল ও দাম

Toyota Innova HyCross-এর চাইতে মারুতির ভার্সনটি সামান্য ভিন্ন হতে পারে। আবার টয়োটার মডেলের চাইতে এর দামও কম হবে বলেই অনুমান করা হচ্ছে। টয়োটার মডেলটি লঞ্চের ছ’মাস বাদে মারুতি তাদের এই মডেলটি বাজারে হাজির করতে পারে। টয়োটার নতুন বছরের প্রথম মাসে গাড়িটি লঞ্চ করার সম্ভাবনা প্রবল। সেই অনুযায়ী মারুতি আগামী বছরের মাঝামাঝি সময়ে গাড়িটি হাজির করবে বলে বলা যায়।

সঙ্গে থাকুন ➥