Tata Motors দেশের সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ির ডেলিভারি শুরু করল, দাম-ফিচার কেমন

গত বছর ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি হাজির করেছিল টাটা মোটরস (Tata Motors)। যেটি হল Tata Tiago EV। এবারে এদেশে হ্যাচব্যাক মডেলটির ডেলিভারি…

গত বছর ভারতের এখনও পর্যন্ত সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি হাজির করেছিল টাটা মোটরস (Tata Motors)। যেটি হল Tata Tiago EV। এবারে এদেশে হ্যাচব্যাক মডেলটির ডেলিভারি শুরু করল টাটা। সংস্থা সূত্রে খবর, প্রথম পর্যায়ে ১৩৩টি শহরের মোট ২,০০০ জন ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে।

টাটা টিয়াগো ইভি-র বুকিং শুরু হওয়ার প্রথম দিনেই ১০,০০০ ইউনিটের বরাত পেয়েছিল এটি। যা গাড়িটিকে দেশের দ্রুততম বুকিং প্রাপ্ত বৈদ্যুতিক মডেলের তকমা দিয়েছিল। পরবর্তীতে টাটা আরও ১০,০০০ ক্রেতার জন্য প্রারম্ভিক মূল্যে গাড়ি কেনার সুবিধা বাড়ানোর কথা ঘোষণা করেছিল। বর্তমানে এর ২০,০০০-এর বেশি বুকিং জমে রয়েছে।

এই প্রসঙ্গে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মবিলিটি লিমিটেডের প্রধান (মার্কেটিং সেলস অ্যান্ড সার্ভিস স্ট্র্যাটেজি) বিবেক শ্রীবাস্তব বলেন, “Tiago EV লঞ্চের উদ্দেশ্য যাতে দেশে আরও বেশি সংখ্যক মানুষ বৈদ্যুতিক গাড়ি কেনেন। এবং আমরা যে সঠিক পথে এগোচ্ছি, সে কথা ঘোষণা করতে পেরে আনন্দিত। এখনও পর্যন্ত ১৩৩টি শহরের ক্রেতাদের গাড়িটি ডেলিভারি করা হয়েছে।”

প্রসঙ্গত, Tiago EV-র দাম ৮.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। বর্তমানে টাটার স্বীকৃত ডিলারশিপ অথবা অনলাইনে গাড়িটির বুকিং করা যাচ্ছে। Nexon EV, Tigor EV-র মতো Tiago EV-ও জিপট্রন টেকনোলজির উপর ভিত্তি করে এসেছে। এর ফিচারের তালিকায় রয়েছে মাল্টিমোড রিজেন মোড, এবং সিটি ও স্পোর্টস – এই দুই ড্রাইভিং মোড। দুই ব্যাটারির বিকল্পে কেনা যায় গাড়িটি। একটি ১৯.২ কিলোওয়াট মিডিয়াম রেঞ্জ ভার্সন এবং অপরটি ২৪ কিলোওয়াট আওয়ার লং রেঞ্জ। প্রথমটি দুটি ট্রিমে উপলব্ধ।

টাটা মোটরস সূত্রে দাবি, Tiago EV-এর এন্ট্রি লেভেল মডেলটি সিঙ্গেল চার্জে ২৫০ কিলোমিটার পথ চলতে সক্ষম। যেখানে ২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি চালিত মডেলটির রেঞ্জ ৩১৫ কিলোমিটার। এটি একাধিক চার্জিং অপশনে অফার করা হয়। যেমন – একটি ১৫ অ্যাম্পিয়ার প্লাগ, সকেট, ৭.২ কিলোওয়াট আওয়ার এসি হোম ওয়াল বক্স এবং ডিসি ফাস্ট চার্জার।