triumph clarifies no price drop on street triple 765 r rs glitch on website corrected now

‘ওয়েবসাইটের ভুল’, বাইকের দাম 48000 টাকা কমার খবর ছড়িয়ে পড়তেই বিবৃতি দিল সংস্থা

ভারতে ট্রায়াম্ফের একজোড়া মোটরসাইকেলের দাম কমার কথা প্রকাশ্যে আসতেই ক্রেতামহলে আনন্দের উচ্ছ্বাস দেখা গিয়েছিল। মডেল দুটি হচ্ছে ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল ৭৬৫ আর ও ৭৬৫ আরএস। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছিল বাইক দু’টি যথাক্রমে ৪৮,০০০ টাকা ও ১২,০০০ টাকা সস্তা হয়েছে। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতেই বাইকপ্রেমীদের মুখের সেই খুশির হাসি কেড়ে নিল সংস্থা। নিতান্তই ওয়েবসাইটের ত্রুটির কারণে প্রাইস ড্রপ হয়েছিল বলে সাফ জানিয়ে দিয়েছে ট্রায়াম্ফ।

এক বিবৃতি প্রকাশ করে কোম্পানির তরফে বলা হয়েছে, “ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যা দূর করা হয়েছে। এই ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী ট্রায়াম্ফ।” ক্রেতাদের কাছে কার্যত ক্ষমা চেয়ে নিয়েছে ব্রিটেনের নামজাদা টু হুইলার কোম্পানিটি। যাই হোক, গত বছর লঞ্চের পর থেকে ভারতের ক্রেতাদের মধ্যে ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল ৭৬৫ আর ও ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল ৭৬৫ আরএস-এর চাহিদা নজরে পড়ার মতো।

কোম্পানির তরফে যোগ করা হয়, “অপ্রতিদ্বন্দ্বী পারফরম্যান্স ও ব্যতিক্রমী রাইডিংয়ের অভিজ্ঞতার কারণে মোটরসাইকেল দুটি ভারতীয় ক্রেতা ও বাইকারদের বিমুগ্ধ করেছে। বিশ্বমানের প্রযুক্তি ও স্লিক ডিজাইনের জন্য গোটা দেশের ক্রেতাদের অন্যতম পছন্দ হয়ে উঠেছে মডেল দুটি।”

প্রসঙ্গত, ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল ৭৬৫ আর ও ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল ৭৬৫ আরএস-এর বর্তমান দাম যথাক্রমে ১০.১৭ লক্ষ ও ১১.৮১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। উভয় মডেলে রয়েছে একটি ৭৬৫ সিসি, লিকুইড কুল্ড, ১২ ভাল্ভ, ডিওএইচসি, ইনলাইন ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। কিন্তু দুটি মডেলের টিউনিং ভিন্ন। প্রথমটি থেকে ১২০ পিএস শক্তি ও ৮০ এনএম টর্ক পাওয়া যায়। যেখানে দ্বিতীয়টির আউটপুট ১৩০ পিএস এবং ৮০ এনএম।