108 টাকায় 28 দিন আনলিমিটেড কল ও রোজ 1 জিবি ডেটা, BSNL এর এফআরসি প্ল্যানগুলি দেখে নিন

BSNL এর FRC প্রিপেড প্ল্যান দুটির দাম যথাক্রমে, ১০৮ টাকা এবং ২৪৯ টাকা

BSNL ধীরে ধীরে সারা ভারতে 4G রোলআউট করা শুরু করে দিয়েছে। আর একবার এই কাজ সম্পূর্ণ হলে তারা শীঘ্রই তাদের 4G নেটওয়ার্ককে 5G নেটওয়ার্কে আপগ্রেড করবে বলেও জানিয়েছে। এমন পরিস্থিতিতে অনেক গ্রাহকই BSNL নেটওয়ার্কের প্রতি আকর্ষিত হচ্ছেন। আপনিও যদি একজন নতুন BSNL গ্রাহক হন বা BSNL-এর প্রিপেড কানেকশন নেবেন বলে ভেবে থাকেন তাহলে জেনে রাখুন, এই টেলকোর প্ল্যান ভাউচার বিভাগের অধীনে দুটি FRC অর্থাৎ ফার্স্ট রিচার্জ কুপন উপস্থিত, যেগুলি প্রথম বার BSNL সিম রিচার্জের জন্য প্রযোজ্য। আর এই FRC প্রিপেড প্ল্যান দুটির দাম যথাক্রমে, ১০৮ টাকা এবং ২৪৯ টাকা। চলুন জেনে নেওয়া যাক এই দুই প্রিপেড প্ল্যানে কি সুবিধা পাওয়া যাবে।

BSNL এর ১০৮ টাকার FRC প্ল্যান

বিএসএনএল-এর ১০৮ টাকার FRC রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আর এর সাথে পাওয়া যাবে প্রতিদিন ১ জিবি ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা। আবার এখানে প্রতিটি লোকাল এসএমএস ৮০ পয়সা হিসেবে এবং ন্যাশনাল এসএমএস ১.২০ টাকা চার্জ করে হয়। ব্যবহারকারীরা শুধুমাত্র সিম চালু করার পর এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

BSNL এর ২৪৯ টাকার FRC প্ল্যান

বিএসএনএলের FRC প্ল্যানের তালিকার দ্বিতীয় প্ল্যানটির মূল্য ২৪৯ টাকা, যার ভ্যালিডিটি ৪৫ দিন। আর এই প্ল্যানের সাথে ২ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। দামের বিষয়ে কার্পণ্য না করলে এটি অবশ্যই ১০৮ টাকার প্ল্যানের চেয়ে ভালো বিকল্প।

মনে রাখবেন, এই প্ল্যানগুলি কেবল BSNL-এর প্রিপেড গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন, কোনো পোস্টপেড গ্রাহক এগুলি রিচার্জ করতে পারবেন না।