Vivo Y21s বাজেট রেঞ্জে শক্তিশালী ব্যাটারির সাথে আসছে, পেয়ে গেল FCC সার্টিফিকেশন

Vivo, Y সিরিজের এক নতুন স্মার্টফোনের উপর কাজ করছে। যা Vivo Y21s নাম-সহ বাজারে পা রাখবে। নাম শুনলেই বোঝা যাচ্ছে, এটি সম্প্রতি লঞ্চ হওয়া Vivo Y21-এর আপগ্রেড বা ডাউনগ্রেড ভার্সন হিসেবে এন্ট্রি নেবে। যাই হোক, Vivo Y21s আত্মপ্রকাশ করতে আর বেশি দিন সময় নেবে না বলেই মনে হচ্ছে, কারণ ডিভাইসটি FCC থেকে অনুমোদন পেয়েছে।

Vivo Y21s পেল FCC সার্টিফিকেশন সাইটের অনুমোদন

এই মাসের শুরুর দিকে গ্লোবাল সার্টিফিকেশন ফোরামে V2110 মডেল নম্বর-সহ হাজির হয়েছিল Vivo Y21s। সেই একই ডিভাইসটি এবার FCC-তে কয়েকটি স্পেসিফিকেশনের সঙ্গে স্পট করা হয়েছে। FCC লিস্টিং থেকে জানা গিয়েছে যে V2110 (Vivo Y21s) হ্যান্ডসেটের আয়তন ১৬৪.২৬x৭৬.০৮x৮ মিমি এবং ওজন ১৮০ গ্রাম। এটি ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/বিডিএস-এর মতো কানেক্টিভিটি ফিচার সরবরাহ করবে।

এছাড়া, ‘BK-C2’ মডেলের চার্জিং কেবল এবং ‘XE610’ মডেলের ইয়ারফোন সাপোর্ট দেখে বলা যায়, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক থাকবে Vivo Y21s স্মার্টফোনে। লিস্টিং থেকে আরও জানা যায় এতে ৪,৯১০ এমএএইচ রেটেড (৫,০০০ এমএএইচ টিপিক্যাল) ব্যাটারি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ভিভো ওয়াই২১ এস, গিকবেঞ্চ বেঞ্চমার্ক সাইটে হেলিও জি৮০ চিপসেট, ৪ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম-সহ লিস্টেড হয়েছিল। ভিভো ওয়াই২১ এস-এর অন্যান্য স্পেসিফিকেশন গুলি আপাতত অজানা। তা ছাড়া ডিভাইসটি কোন কোন দেশের বাজারে লঞ্চ হবে, সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য নেই। তবে এটি যে একটি বাজেট রেঞ্জের স্মার্টফোন হবে তা স্পেসিফিকেশন দেখে বলে দেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন