চলতি মাসেই Infinix InBook X1 Slim ল্যাপটপ বাজারে আসছে, থাকবে প্রিমিয়াম ফিচার

স্টাইলিশ, টেকসই এবং বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন নির্মাতা হিসেবে ইনফিনিক্স (Infinix) বিগত কয়েক বছরে ভারত তথা বিশ্ববাজারে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। তবে শুধু স্মার্টফোনই নয়, এর পাশাপাশি অন্যান্য ডিভাইসের মার্কেটের দিকেও বর্তমানে সংস্থাটি মনোনিবেশ করেছে। যেমন গত বছরই ইনফিনিক্স তাদের InBook X1 সিরিজটির হাত ধরে ভারতীয় ল্যাপটপ বাজারে প্রবেশ করেছে। এদেশে এই লাইনআপের দাম শুরু হচ্ছে মাত্র ৩৫,৯৯৯ টাকা থেকে, তবে দামের নিরিখে এই ল্যাপটপগুলি উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন অফার করে৷ এখন আবার একটি নয়া রিপোর্টে বলা হয়েছে যে, সংস্থাটি ভারতে আরেকটি নতুন ল্যাপটপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যেটি Infinix InBook X1 Slim নামে আত্মপ্রকাশ করবে। এর পাশাপাশি কোম্পানি এটির কিছু স্পেসিফিকেশনও শেয়ার করেছে।

Infinix InBook X1 Slim শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

মাইস্মার্টপ্রাইস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, আপকামিং ইনফিনিক্স ইন বুক এক্স১ স্লিম ল্যাপটপটি ভারতের বাজারে ১৫ জুন উন্মোচিত হবে। এছাড়া সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এই ডিভাইসটি সেগমেন্ট ফিচারের মধ্যে বেশ কিছু নতুনত্ব আনবে। নোটবুকটির ওজন হবে ১.২৪ কেজি এবং এটি ১৫ মিলিমিটারের থেকেও স্লিম হবে। ডিভাইসটির চেসিস সম্পূর্ণরূপে ধাতু দিয়ে তৈরি করা হবে এবং এটি রেড, গ্রীন, ব্লু এবং গ্রে -এই চারটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে।

তবে শোনা যাচ্ছে যে, ইনফিনিক্স ইন বুক এক্স১ স্লিমের স্পেসিফিকেশনগুলি বাজারে বিদ্যমান ইনবুক এক্স২-এর মতো হুবহু একই রকম হবে। সেক্ষেত্রে নতুন ল্যাপটপটি ইনবুক এক্স২-এর রিব্র্যান্ডেড সংস্করণও হতে পারে। জানিয়ে রাখি, চলতি বছরের শুরুতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ইনবুক এক্স২-এ ১৯২০ x ১,০৮০ রেজোলিউশন, ৩০০ নিট স্ক্রিন ব্রাইটনেস, ১০০% এসআরজিবি (sRGB) কভারেজ এবং ১৬:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ১৪ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে। এই ল্যাপটপটি ইন্টেল (Intel)-এর ১০ প্রজন্মের মোবাইল সিপিইউ অফার করে এবং এর টপ-এন্ড মডেলটি কোর আই৭-১০৬৫জি৭ দ্বারা চালিত। এই নোটবুকটি ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এম.২ এনভিএমই পিসিআইই ৩.০ এসএসডি স্টোরেজ এবং ইন্টেল আইরিস প্লাস গ্রাফিক্স সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix InBook X2 ৫০ ওয়াটআওয়ার ব্যাটারির সাথে এসেছে, যা একবার চার্জে ১১ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এছাড়া এতে ইউএসবি টাইপ-সি পোর্ট, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি এইচডিএমআই ১.৪, একটি এসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে InBook X2-এর দাম শুরু হচ্ছে ৩৯৯ ডলার (প্রায় ৩১,০০০ টাকা) থেকে এবং এর টপ-স্পেক মডেলটির মূল্য ৬৪৯ ডলার (প্রায় ৫০,৫০০ টাকা)।