Tata-র মতোই কি নিরাপদ Maruti Suzuki-র এই গাড়ি? আপনিও কিন্তু উত্তর জানতেন না

দীর্ঘদিন ধরে ভারতের প্যাসেঞ্জার ভেহিকেল দুনিয়ায় বেনামী বাদশা হয়ে শাসন করে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। বর্তমানে অসংখ্য মানুষ নিজেদের পছন্দের তালিকার প্রথম দিকে ইন্দো জাপানি সংস্থার মডেলগুলিকে স্থান দিয়ে থাকে। বেশি মাইলেজ এবং ভরসাযোগ্য হওয়ার কারণে এত বেশি চাহিদা। কিন্তু মারুতি সুজুকির মডেলগুলি সুরক্ষার দিক থেকে সবচেয়ে বেশি হতাশ করে। আজও সেফটি রেটিং ২/৩ পার করতে নাভিশ্বাস উঠে যায় তাদের। তাই বলে যে সমস্ত মডেলের একই অবস্থা, তেমনটি নয়। এমন কিছু গাড়ি রয়েছে, যার ঝুলিতে আছে ৪ স্টার সেফটি রেটিং। উদাহরণস্বরূপ বলা যায় Maruti Suzuki Brezza। এখন প্রশ্ন তাদের অপর জনপ্রিয় এসইউভি Grand Vitara গাড়িটি কতটা সুরক্ষিত?

সেফটি

Maruti Suzuki Grand Vitara এখনও গ্লোবাল এনক্যাপ বা GNCAP-এর ক্র্যাশ টেস্টে অংশগ্রহণ করেনি। তাই সুরক্ষার দিক থেকে এটি কতটা এগিয়ে সেই সম্পর্কে স্পষ্টভাবে জানা যায়নি। Brezza ও Grand Vitara গ্লোবাল সি-প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। আগেকার Brezza-র ঝুলিতে ছিল ৪-স্টার রেটিং, যা মারুতি সুজুকির কাছে এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে নতুন প্ল্যাটফর্মের ওপর তৈরি মডেলটি সুরক্ষার মান কতটা আদায় করতে পারবে, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে Grand Vitara গাড়িটি ক্র্যাশ টেস্টে ভালো ফলাফল করতে পারবে বলেই আশা করা হচ্ছে।

এদিকে সম্প্রতি লঞ্চ হওয়া ভারত এনক্যাপ বা BNCAP এদেশে বিক্রিত গাড়ির সুরক্ষার মান যাচাইয়ে বিশেষ ভূমিকা রাখবে। জিএনক্যাপ-এর আদলে গড়ে তোলা হয়েছে এটি। এক্ষেত্রে মারুতি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে তারা নিজেদের তিনটি গাড়ি বিএনক্যাপ-এ ক্র্যাশ টেস্টের জন্য পাঠাবে। অনুমান করা হচ্ছে, এর মধ্যে Brezza ও Grand Vitara থাকতে পারে। ১ অক্টোবর থেকে বিএনক্যাপ-এর ক্র্যাশ টেস্ট শুরু হতে চলেছে।

Grand Vitara গাড়ি হিসেবে কেমন

Maruti Grand Vitara ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলেছে। জুলাই মাসে গাড়িটির ৯,০৭৯ ইউনিট বিক্রি করেছে মারুতি সুজুকি। গাড়িটির অন্যতম বিশেষত্ব স্ট্রং হাইব্রিড পেট্রোল ইঞ্জিন এবং অল হুইল ড্রাইভ সিস্টেম। ফিচারের তালিকায় উপস্থিত একটি হেড আপ ডিসপ্লে, ৯.০ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, প্যানোরামিক সানরুফ ইত্যাদি।

মারুতির আপকামিং মডেল

বিগত কয়েক মাসে মারুতি একাধিক গাড়ি লঞ্চ করেছে। যেমন – Fronx, Jimny ও Invicto। ভর্তি লঞ্চের তালিকায় নতুন প্রজন্মের Swift ও Dzire থাকবে বলে অনুমান করা হচ্ছে। এরপর মারুতি তাদের প্রথম বৈদ্যুতিক মডেল হিসেবে eVX আনতে পারে। জল্পনা চলছে তাদের Grand Vitara সেভেন সিটার অপশনে আনতে চলেছে। লঞ্চের আগে এটি বিএনক্যাপ ক্র্যাশ টেস্টের মধ্যে দিয়ে যাবে বলেই অনুমান।