TVS-এর মুকুটে জুড়ল নতুন পালক, বিশ্বজুড়ে HLX সিরিজের ২০ লক্ষ বাইক বিক্রি সংস্থার

এইচএলএক্স (HLX) সিরিজের মোটরসাইকেল হাত ধরেই বিশ্ববাজারে ভারতীয় টু-হুইলার সংস্থা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)-র সাফল্যের রসায়ন তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা প্রায়ই এমনটা বলে থাকেন। ২০১৩ সালে প্রথম বাজারে আসা টিভিএস এইচএলএক্স সিরিজ এখন আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ও লাতিন আমেরিকা মিলিয়ে মোট ৪২টি দেশের মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে উঠেছে।

টিভিএসের তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে মোট ২০ লক্ষ এইচএলএক্স মোটরসাইকেল বিক্রির মাইলফলক স্পর্শ করেছে তারা। উল্লেখযোগ্য বিষয় হল, দু’বছরেরও কম সময়ে টিভিএস এইচএলএক্স সিরিজের মডেলগুলির বিক্রি ১০ লক্ষ থেকে ২০ লক্ষে পৌঁছেছে।

টিভিএস একটি বিবৃতিতে জানিয়েছে, এইচএলএক্স সিরিজের মোটরবাইকগুলির চাহিদা আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ও লাতিন আমেরিকার গ্রামীণ ও শহুরে অঞ্চলে বেশি। বাইক-ট্যাক্সি ও পণ্য ডেলিভারির কাজে মোটরসাইকেলগুলি খুব জনপ্রিয়। শক্তপোক্ত চেহারা, চমৎকার মাইলেজ, শক্তিশালী ইঞ্জিন – টিভিএস এইচএলএক্স সিরিজের বিক্রিতে জোয়ার এনেছে।

TVS HLX: ভ্যারিয়েন্ট

টিভিএস এইচএলএক্স বিশ্বের বিভিন্ন প্রান্তে চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – টিভিএস এইচএলএক্স প্লাস (TVS HLX), টিভিএস এইচএলএক্স ১২৫ (TVS HLX 125), টিভিএস এইচএলএক্স ১৫০ (TVS HLX 150), ও টিভিএস এইচএলএক্স ১৫০এক্স (TVS HLX 150X)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন