বছরের শেষে আরও একটি দুর্দান্ত বাইক লঞ্চ করল হোন্ডা, রইল দাম ও ফিচার্সের খুঁটিনাটি
লঞ্চ হল 2025 Honda SP160 বাইক। নতুন ডিজাইন ও ফিচার্স-সহ হাজির হয়েছে এই মোটরসাইকেল। OBD 2B, নিয়ম অনুযায়ী বাইকে পরিবর্তন করেছে কোম্পানি। কিনতে কত খরচ জানুন।
বছর শেষে নয়া চমক বাইকের বাজারে। লঞ্চ হল 2025 Honda SP160 সংস্করণ। একাধিক আপডেট নিয়ে হাজির হয়েছে বাইকটি। OBD 2B নির্গমন নিয়ম অনুসারে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে হোন্ডা। পাশাপাশি পাবেন আগের থেকে বেশি ফিচার্স। নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং USB টাইপ-সি চার্জিং পোর্টের মতো বৈশিষ্ট্য রয়েছে বাইকে।
2025 Honda SP160 বাইকের দাম
ভারতে নতুন Honda SP160 মডেলের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের দাম 1.22 লাখ টাকা (এক্স-শোরুম) এবং ডবল ডিস্ক ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে 1.28 লাখ টাকা (এক্স-শোরুম)।
2025 Honda SP160 বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশন
বাইকে পাওয়া যাবে LED হেডল্যাম্প, LED টেলল্যাম্প এবং মাসকুলার ফুয়েল ট্যাংক। বাইকের গোটা চেহারায় উল্লেখযোগ্য পরিবর্তন করেছে হোন্ডা, যা ক্রেতাদের নজর কাড়বে বলে আশাবাদী কোম্পানি। ফিচার্সের ক্ষেত্রে পাওয়া যাবে 4.2 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, USB টাইপ-সি চার্জিং পোর্ট এবং Honda RoadSync অ্যাপের মাধ্যমে মিলবে কল/SMS এলার্ট ও নেভিগেশন সাপোর্ট।
বাইকের হার্ডওয়্যার রয়েছে ডিস্ক ব্রেক এবং উন্নত সাসপেনশন। ইঞ্জিনের ক্ষেত্রে রয়েছে একই 162 সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার, যা সর্বোচ্চ 13 হর্সপাওয়ার এবং 14.8 এনএম টর্ক তৈরি করতে পারে। এই ইঞ্জিন OBD 2B আপডেটেড। বাইকটির নতুন সংস্করণ পাওয়া যাবে চারটি রঙে - রেডিয়েন্ট রেড মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে এবং অ্যাথলেটিক ব্লু মেটালিক।
উল্লেখ্য, SP160 ছাড়াও SP125 এবং বিপুল জনপ্রিয় Activa 125 স্কুটারের নতুন 2025 আপডেটেড সংস্করণ লঞ্চ করেছে হোন্ডা।
লঞ্চ হল 2025 Honda SP160 বাইক। নতুন ডিজাইন ও ফিচার্স-সহ হাজির হয়েছে এই মোটরসাইকেল। OBD 2B, নিয়ম অনুযায়ী বাইকে পরিবর্তন করেছে কোম্পানি। কিনতে কত খরচ জানুন।