গাড়ি-বাইকের যত্ন নিতে একঝাঁক নতুন প্রোডাক্ট লঞ্চ করল Castrol India

দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিন লুব্রিকেন্ট প্রস্তুতকারী সংস্থা ক্যাস্ট্রল (Castrol) বিগত কয়েক দশক ধরেই গাড়ি ও বাইক চালকদের ভরসার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। সাফল্যের সিংহাসনে বসে…

দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিন লুব্রিকেন্ট প্রস্তুতকারী সংস্থা ক্যাস্ট্রল (Castrol) বিগত কয়েক দশক ধরেই গাড়ি ও বাইক চালকদের ভরসার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। সাফল্যের সিংহাসনে বসে এবার দুই চাকা ও চার চাকার জন্য প্রয়োজনীয় আরও বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করল তারা। এই তালিকায় রয়েছে- Castrol Chain Cleaner, Castrol Chain Lube, Castrol 3 in 1 Shiner, Castrol 1-Step Polishing Compund এবং Castrol Anti-Rust Lubricant Spray।

নতুন এই সমস্ত প্রোডাক্টগুলির লঞ্চ প্রসঙ্গে ক্যাস্ট্রল ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ সাঙ্গওয়ান জানান, “ক্যাস্টলের প্রোডাক্ট সঙ্গে নিয়েই এগিয়ে চলার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তার বশবর্তী হয়েই অটো কেয়ার সেগমেন্টে দাপট বাড়াতে সচেষ্ট হয়েছি আমরা। আজকালকার দিনে নিজের শখের গাড়ির প্রতি ভালোবাসা রেখেই গ্রাহকরা সেগুলির যত্ন আত্তির জন্য এই জাতীয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন। তাদের জন্য বিশ্বস্ত এবং ভরসাযোগ্য একটি সংস্থা হিসাবেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ক্যাস্ট্রলের তৈরি এই অটো কেয়ার প্রোডাক্টগুলি গ্রাহকদের প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারবে। মরচে পড়া থেকে শুরু করে তেল এবং তৈলাক্ত জিনিস দূরীভূতকরণ সহ সমস্ত ধরনের প্রয়োজনেই কাজে আসবে।” উপরের পণ্যগুলি ক্যাস্ট্রলের নিজস্ব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এর মাধ্যমে পৌঁছে যাবে বিভিন্ন দোকানে। এমনকি ই-কমার্স ওয়েবসাইটের ও ক্যাস্ট্রল অটো সার্ভিস আউটলেট এবং বাইক পয়েন্ট গুলিতেও মিলবে সব কটি প্রোডাক্ট।

প্রসঙ্গত, বহু বছর ধরেই উন্নত মানের ইঞ্জিন লুব্রিক্যান্ট তৈরি করে আসছে ক্যাস্ট্রল। দু’চাকা হোক কিংবা চারচাকা সবের জন্যই রয়েছে তাদের লুব্রিক্যান্ট অয়েল। এমনকি বিভিন্ন সক্ষমতার ইঞ্জিনের জন্য নানা গ্রেডের প্রচুর ধরনের ইঞ্জিন অয়েলের সম্ভার রয়েছে ক্যাস্ট্রলের ঝুলিতে। ইঞ্জিন অয়েল সেগমেন্টে এই সংস্থার তৈরি প্রোডাক্টের উপরেই চোখ বন্ধ করে ভরসা রাখেন বহু ভারতীয়। তাই এমন সংস্থার তৈরি অন্যান্য প্রোডাক্টগুলিও একই ভাবেই ভারতবাসীর ভালোবাসা পাবে বলেই মনে করছে সংস্থার অধিকর্তারা।