New Hero Destini 125

তাক লাগাতে আসছে হিরোর নতুন স্কুটার, টেক্কা দেবে হোন্ডা অ্যাক্টিভাকে

Hero Destini 125 স্কুটারের ২০২৫ আপডেটেড সংস্করণ লঞ্চ হতে চলেছে। নতুন ফিচার্স এবং ডিজাইনের সঙ্গে বাজারে এই স্কুটার আনা হবে বলে জানিয়েছে কোম্পানি।

Suvrodeep Chakraborty 17 Dec 2024 5:08 PM IST

নতুন বছরের আগেই বাজার মাতাতে আসছে ২০২৫ Hero Destini ১২৫। ডিসেম্বরেই এই স্কুটার লঞ্চ করতে পারে ভারতের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক Hero MotoCorp। ২০১৮ সালের শেষের দিকে Destini ১২৫ দেশে নিয়ে আসে কোম্পানি। অল্প সময়েই গ্রাহকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে স্কুটারটি। দীর্ঘ ৬ বছর পর, আসন্ন মডেলটি তার প্রথম উল্লেখযোগ্য আপডেট ফিচার পেতে চলেছে।

নতুন মডেলের বডি প্যানেল সম্পূর্ণ আলাদা। যা স্কুটারটিকে আরও মার্জিত চেহারা দেবে। এছাড়া, ডুয়াল-স্পোক ব্ল্যাক অ্যালয় হুইল যোগ হওয়ায় স্কুটারটিকে আরও স্পোর্টি লুক প্রদান করবে। নতুন ডেস্টিনির মিরর, টেইল ল্যাম্প এবং বডিওয়ার্কে পরিবর্তন থাকতে পারে। স্কুটারের ব্যাক সিটে পিলিওন রাইডার যাতে আরাম করে বসতে পারেন, তার জন্য থাকবে আলাদা ব্যাকরেস্ট।

এই স্কুটারের টার্ন সিগন্যাল পুনরায় ডিজাইন করা হয়েছে। প্রতিস্থাপন করা হয়েছে ত্রিভুজাকার হ্যালোজেন ইউনিটগুলিকে। নতুন H-আকৃতির LED ডে টাইম রানিং লাইট এবং নতুন হেডল্যাম্পগুলি আরও আধুনিক চেহারা-সহ আসতে চলেছে। ২০২৫ হিরো ডেস্টিনিতে পাওয়া যাবে সিঙ্গেল সিলিন্ডার ১২৪.৬ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৯ হর্সপাওয়ার এবং ১০.৪ এনএম পিক টর্ক উৎপন্ন হয়।

অন্যান্য ফিচার্সের ক্ষেত্রে মিলবে একটি LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডায়মন্ড-কাট ১২ ইঞ্চি অ্যালয় হুইল, একটি ব্যাকলিট স্টার্টার সুইচ এবং একটি USB চার্জিং পোর্ট। নতুন ডেস্টিনি তিনটে ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে - VX, ZX এবং ZX+। দাম শুরু হতে পারে ৮৫,০০০ টাকা থেকে। বাজারে এই স্কুটার চ্যালেঞ্জ জানাবে Honda Activa 125, Suzuki Access 125 এবং TVS Jupiter 125-কে।

Show Full Article
Next Story