Honda ভারতে তৈরি মোটরবাইক লঞ্চ করল অস্ট্রেলিয়াতে, টেক্কা দেবে রয়্যাল এনফিল্ডকে

সেই ব্রিটিশ আমল থেকেই ভারতেই মাটিতে তৈরি বিভিন্ন দ্রব্য পাড়ি দিতে বিদেশে। এই একই ট্র্যাডিশন বজায় রয়েছে আজও। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল মার্কেট।…

সেই ব্রিটিশ আমল থেকেই ভারতেই মাটিতে তৈরি বিভিন্ন দ্রব্য পাড়ি দিতে বিদেশে। এই একই ট্র্যাডিশন বজায় রয়েছে আজও। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল মার্কেট। প্রসিদ্ধ সব সংস্থারা মেড-ইন-ইন্ডিয়া দু’চাকা ও চার চাকা গাড়ি দিয়ে জিতে চলেছে ক্রেতাদের মন। জাপানের বিখ্যাত হোন্ডা (Honda) ভারতে বানানো বাইক ও স্কুটার বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। এবার তারা এদেশে তৈরি প্রিমিয়াম বাইক H’ness CB350 লঞ্চ করেছে অস্ট্রেলিয়াতে। অবশ্য সেখানে নাম বদলে গিয়ে হয়েছে GB350। এই বাইকের ইন্ডিয়া-মেড ভার্সন জাপান সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও দেশে রপ্তানি করা হচ্ছে।

অস্ট্রেলিয়াতে লঞ্চের ঘোষণা হলেও এখনও অব্দি GB350 এর দাম জানা যায়নি। অতি দ্রুত সেই সংক্রান্ত তথ্য সামনে আসবে বলে আশা করা যায়। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে নাম বদলে গেলেও H’ness CB350 ও GB350-এর সব স্পেসিফিকেশন ও ফিচার কিন্তু একই থাকছে। ইঞ্জিন থেকে শুরু করে অন্যান্য বৈশিষ্ট্য সব ক্ষেত্রেই ভারতীয় ভার্সনকেই হুবহু অনুসরণ করা হয়েছে।

Honda H’ness GB350: ইঞ্জিন স্পেসিফিকেশন

H’ness GB350-কে চালিকা শক্তি সরবরাহ করে ৩৪৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। সর্বোচ্চ ২০.৭৮ বিএইচপি ও সর্বাধিক ৩০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম এই ইঞ্জিন। ফাইভ স্পিড গিয়ারবক্সের সঙ্গে রয়েছে স্লিপার ক্লাচ। শহরের ব্যস্ততম রাস্তায় স্বাচ্ছ্যন্দের সাথে চলতে সাহায্য করবে এই বিশেষ ধরনের ক্লাচ।

Honda H’ness GB350: অন্যান্য ফিচার

হোন্ডার এই বাইকের সামনে ও পিছনে যথাক্রমে ১৯ ইঞ্চি ও ১৮ ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। সাসপেনশন দ্বায়িত্ব সামলায় টেলিস্কোপ ফ্রন্ট ফর্ক ও ডুয়েল রিয়ার স্প্রিং অ্যাবজর্ভার। ডিজাইনও একই। CB সংস্করণের মতোই GB350-তেও গোলাকার হেডলাইট, মিরর, টার্ন সিগন্যাল দেখতে পাওয়া যায়। ক্রোমের ব্যবহার হোন্ডার এই বাইককে করে তুলেছে আকর্ষণীয়। এছাড়াও হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, ইউএসবি চার্জিং পোর্ট, এবং সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকছে এতে। সাথে স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে ডুয়েল চ্যানেল এবিএস উপলব্ধ রয়েছে H’ness GB350-তেও।