বাঁচবে প্রচুর টাকা, 28 কিমি মাইলেজের পরিবেশবান্ধব গাড়ি লঞ্চ করল Hyundai
Hyundai Aura সেডানের টুইন সিএনজি সিলিন্ডার ভ্যারিয়েন্ট আজ ভারতে লঞ্চ হল। নতুন সংস্করণটির নাম রাখা হয়েছে Aura CNG Hy-CNG...Hyundai Aura সেডানের টুইন সিএনজি সিলিন্ডার ভ্যারিয়েন্ট আজ ভারতে লঞ্চ হল। নতুন সংস্করণটির নাম রাখা হয়েছে Aura CNG Hy-CNG এবং এটি শুধু বেস 'E' ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম 7.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)। জানিয়ে রাখি, Tata ভারতে প্রথম ডুয়াল সিলিন্ডার প্রযুক্তির সিএনজি গাড়ি লঞ্চ করেছিল। হুন্ডাইয়ের ক্ষেত্রে Exter ও Grand i10 Nios-এর পর Aura তৃতীয় গাড়ি, যা এই টেক অফার করে।
Hyundai Aura CNG Hy-CNG ফিচার্স
ডুয়াল সিলিন্ডার Hyundai Aura CNG-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, ইংরেজি জেড আকৃতির এলইডি টেলল্যাম্প, অ্যাডজাস্টেবল রিয়ার হেডসেট, ও 8.89 সেমি মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে।
আরও পড়ুন : অপেক্ষা শেষ, Google Pixel 9 Pro ফোনের সেল শুরু কাল থেকে, পাবেন 10 হাজার টাকা পর্যন্ত ছাড়
Hyundai Aura CNG Hy-CNG সেফটি
নিরাপত্তার কথা মাথায় রেখে হুন্ডাই তাদের এই গাড়িতে ছয়টি এয়ারব্যাগ, থ্রি-পয়েন্ট সিট বেল্ট, সিটবেল্ট রিমাইন্ডার, ইবিডি সহ এবিএস, ইমমোবিলাইজার, এমার্জেন্সি স্টপ সিগন্যাল, স্পিড এলার্ট সিস্টেম, ও রিয়ার পার্কিং সেন্সর দিয়েছে।
আরও পড়ুন : Jawa 42 FJ: রয়্যাল এনফিল্ডের দাদাগিরি শেষ! পুজোর আগে সেরা বাইক লঞ্চ করল জাওয়া
Hyundai Aura CNG Hy-CNG
হুন্ডাইয়ের এই সিএনজি গাড়িতে 1.2 লিটার বাই-ফুয়েল পেট্রল সিএনজি ইঞ্জিন বর্তমান। এটি 6000 আরপিএম গতিতে 69 হর্সপাওয়ার এবং 4,000 আরপিএম গতিতে 95.2 এনএম টর্ক উৎপাদন করে। গাড়িটির ARAI সার্টিফায়েড ফুয়েল এফিশিয়েন্সি 28.4 কিলোমিটার/কেজি। তুলনাস্বরূপ, প্রতিদ্বন্দ্বী Maruti Suzuki Dzire S-CNG প্রতি কেজি জ্বালানিতে 31.1 কিলোমিটার মাইলেজ দেয়।