বাঁচবে প্রচুর টাকা, 28 কিমি মাইলেজের পরিবেশবান্ধব গাড়ি লঞ্চ করল Hyundai

Hyundai Aura সেডানের টুইন সিএনজি সিলিন্ডার ভ্যারিয়েন্ট আজ ভারতে লঞ্চ হল। নতুন সংস্করণটির নাম রাখা হয়েছে Aura CNG Hy-CNG এবং এটি শুধু বেস ‘E’ ভ্যারিয়েন্টে…

hyundai aura cng with dual cylinders launched at rs 7.49 lakh

Hyundai Aura সেডানের টুইন সিএনজি সিলিন্ডার ভ্যারিয়েন্ট আজ ভারতে লঞ্চ হল। নতুন সংস্করণটির নাম রাখা হয়েছে Aura CNG Hy-CNG এবং এটি শুধু বেস ‘E’ ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম 7.49 লক্ষ টাকা (এক্স-শোরুম)। জানিয়ে রাখি, Tata ভারতে প্রথম ডুয়াল সিলিন্ডার প্রযুক্তির সিএনজি গাড়ি লঞ্চ করেছিল। হুন্ডাইয়ের ক্ষেত্রে Exter ও Grand i10 Nios-এর পর Aura তৃতীয় গাড়ি, যা এই টেক অফার করে।

Hyundai Aura CNG Hy-CNG ফিচার্স

ডুয়াল সিলিন্ডার Hyundai Aura CNG-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট, ইংরেজি জেড আকৃতির এলইডি টেলল্যাম্প, অ্যাডজাস্টেবল রিয়ার হেডসেট, ও 8.89 সেমি মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে।

আরও পড়ুন : অপেক্ষা শেষ, Google Pixel 9 Pro ফোনের সেল শুরু কাল থেকে, পাবেন 10 হাজার টাকা পর্যন্ত ছাড়

Hyundai Aura CNG Hy-CNG সেফটি

নিরাপত্তার কথা মাথায় রেখে হুন্ডাই তাদের এই গাড়িতে ছয়টি এয়ারব্যাগ, থ্রি-পয়েন্ট সিট বেল্ট, সিটবেল্ট রিমাইন্ডার, ইবিডি সহ এবিএস, ইমমোবিলাইজার, এমার্জেন্সি স্টপ সিগন্যাল, স্পিড এলার্ট সিস্টেম, ও রিয়ার পার্কিং সেন্সর দিয়েছে।

আরও পড়ুন : Jawa 42 FJ: রয়্যাল এনফিল্ডের দাদাগিরি শেষ! পুজোর আগে সেরা বাইক লঞ্চ করল জাওয়া

Hyundai Aura CNG Hy-CNG

হুন্ডাইয়ের এই সিএনজি গাড়িতে 1.2 লিটার বাই-ফুয়েল পেট্রল সিএনজি ইঞ্জিন বর্তমান। এটি 6000 আরপিএম গতিতে 69 হর্সপাওয়ার এবং 4,000 আরপিএম গতিতে 95.2 এনএম টর্ক উৎপাদন করে। গাড়িটির ARAI সার্টিফায়েড ফুয়েল এফিশিয়েন্সি 28.4 কিলোমিটার/কেজি। তুলনাস্বরূপ, প্রতিদ্বন্দ্বী Maruti Suzuki Dzire S-CNG প্রতি কেজি জ্বালানিতে 31.1 কিলোমিটার মাইলেজ দেয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন