প্রতি বছর গড়ে এক লাখ নতুন গ্রাহক, বিক্রির নিরিখে নয়া রেকর্ড সৃষ্টি করল Hyundai Venue

হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) ভারতে তাদের প্রথম কম্প্যাক্ট এসইউভি হিসেবে Venue গাড়িটি এনেছিল। ২০১৯-এর ২১ মে লঞ্চ হয়েছিল এটি। লঞ্চের চার বছর সম্পূর্ণ…

হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) ভারতে তাদের প্রথম কম্প্যাক্ট এসইউভি হিসেবে Venue গাড়িটি এনেছিল। ২০১৯-এর ২১ মে লঞ্চ হয়েছিল এটি। লঞ্চের চার বছর সম্পূর্ণ না হতেই নতুন মাইলফলক স্পর্শের কথা ঘোষণা করল দক্ষিণ কোরিয়ার কোম্পানি। ৪৭ মাসেই দেশের বাজারে গাড়িটির বিক্রি ৪,০০,০০০ ইউনিট পার করেছে।

Hyundai Venue-এর ৪ লাখ মডেল বিক্রি হল

Hyundai Venue-এর দাম ৮.৭১ লক্ষ টাকা থেকে শুরু করে ১৫.৪০ লক্ষ টাকা (অন-রোড, দিল্লি) পর্যন্ত গিয়েছে। মোট ১৩টি ভ্যারিয়েন্টএবং তিনটি ইঞ্জিন অপশনে বেছে নেওয়া যায় এটি। যেগুলি হল – ৮৩ এইচপি আউটপুট সহ ১.২ লিটার পেট্রোল, ১১৫ এইচপির ১.৫ লিটার ডিজেল এবং ১২১ এইচপি আউটপুটের ১.০ লিটার টার্বো পেট্রোল। গাড়িটির পেট্রোল ভার্সন ৫-স্পিড ম্যানুয়াল, ৬-স্পিড আইএমটি এবং ৭-স্পিড ডিসিটি অপলনে বেছে নেওয়া যায়। অন্যদিকে ডিজেল ইঞ্জিনের সাথে উপলব্ধ কেবল ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

প্রসঙ্গত, হুন্ডাই ভেন্যু লঞ্চের ৬ মাসের মধ্যেই ৫০,০০০ বিক্রির হয়েছিল। তারপর ১৫ মাসের মধ্যে ১ লাখ, ২৫ মাসের মধ্যে ২ লাখ এবং ৩০ মাসের মধ্যে ২.৫ লাখ বিক্রির সংখ্যা পার করে। ৩ লাখ থেকে বিক্রি ৪ লাখে পৌঁছাতে মাত্র ১১ মাস সময় লাগে।

Hyundai Venue কি মাইলেজেই বাজিমাত করল

গাড়িটির মাইলেজ ক্রেতাদের যথেষ্টই সন্তুষ্টি দিয়েছে। ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত ১.০ জিডিআই মডেলটির মাইলেজ ১৮.২৭ কিমি/লিটার। ৭-স্পিড ডুয়াল ক্লাচ অটো সহ ১.০ জিডিআই লিটার প্রতি জ্বালানিতে ১৮.১৫ কিমি মাইলেজ দেয়। ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ ১.২ লিটার ইঞ্জিনটি ১ লিটার পেট্রোলে ১৭.৫২ কিমি পথ ছোঁটে। আবার ১.৪ লিটার ডিজেল ইঞ্জিনের মাইলেজ ২৩.৭ কিমি প্রতি লিটার।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে হুন্ডাই তাদের Venue N Line মডেলটি লঞ্চ করেছিল। গাড়িটি সিঙ্গেল পাওয়ারট্রেন সহ এসেছে। এর ১.০ লিডার টার্বো পেট্রোল ইঞ্জিন থেকে ১২০ এইচপি শক্তি এবং ১৭২ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে সংযুক্ত প্যাডেল শিফ্টার সহ সেভেন স্পিড ডিসিটি। সম্প্রতি ভেন্যুতে থ্রি-পয়েন্ট সিটবেল্ট যোগ করেছে সংস্থা।