এক ছবিতেই 650 কোটির ব্যবসা, দিলদরিয়া হয়ে রজনীকান্তকে BMW উপহার প্রযোজকের
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রজনীকান্ত অভিনীত তামিল ছবি 'জেলর'৷ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছে৷...বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রজনীকান্ত অভিনীত তামিল ছবি 'জেলর'৷ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছে৷ পারিশ্রমিক হিসাবে মোটা টাকা পেয়েছেন থালাইভা৷ ছবির সাফল্যে সম্প্রতি প্রযোজনা সংস্থা সান পিকচাসের তরফে রজনীকান্তকে ১.২৬ কোটি টাকার গাড়ি উপহার দেওয়া হয়েছে৷
সান পিকচারের প্রধান কালানিথি মারান নিজে বিলাসবহুল গাড়িটির চাবি অভিনেতার হাতে তুলে দিয়েছেন। এক্স (সাবেক টুইটারে) একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, মারান BMW X7 ও BMW i7 মডেলের দুই গাড়ি এনে কিংবদন্তি শিল্পীকে যে কোনো একটি গাড়ি বেছে নেওয়ার প্রস্তাব দেন। রজনীকান্ত অবশ্য BMW X7-কেই পছন্দ করেছেন নিজের জন্য।
BMW X7 এর উল্লেখযোগ্য ফিচার-
উন্নত ফিচার্সে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি এতে রয়েছে স্প্লিট এলইডি হেডলাইট সেটআপ ও কিডনি গ্রিল। আবার এর নতুন সংস্করণটিতে বনেটের কাছে থাকা এলইডি ডিআরএল, ২০ ইঞ্চির অ্যালয় হুইল এবং এলইডি টেল ল্যাম্পের উপর ক্রোমের স্ট্রিপ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এছাড়াও ১৪.৯ ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম, ১২.৩ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আছে।
এখানেই শেষ নয়। X7 এ আপনি দেখতে পাবেন নিউ সিলেক্টর লিভার, পাতলা ডিজাইনের এয়ারভেন্ট, হেডআপ ডিসপ্লে এবং ফোর জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। কেবিন আকর্ষণীয় ভাবে সাজাতে ১৪টি রং বিশিষ্ট অ্যাম্বিয়েন্ট লাইটিং সিস্টেম বিদ্যমান। সাথে থাকছে প্যানোরেমিক সানরুফ ও ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিএমডব্লিউ তার এই গাড়িটিতে অত্যাধুনিক ADAS ফিচার সংযুক্ত করেছে।
চালিকাশক্তি সরবরাহ করতে ৩.০ লিটারের ইনলাইন ৬ সিলিন্ডার যুক্ত পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের উপরেই ভরসা রেখেছে। পেট্রোল মডেলটি সর্বোচ্চ ৩৮১ এইচপি শক্তি এবং ৫২০ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে কিন্তু ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড সিস্টেম সংযুক্ত রয়েছে। অপরদিকে মাইল্ড হাইব্রিড প্রযুক্তির ডিজেল ইঞ্জিনটি সবচেয়ে বেশি ৩৪০ এইচপি শক্তি এবং সর্বোচ্চ ৭০০ এনএম টর্ক জেনারেট করতে পারে। অবশ্য দুটি ইঞ্জিনই ৮ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সমৃদ্ধ।
গতিবেগের নিরিখে পেট্রোল চালিত এই এসইউভি মাত্র ৫.৮ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘন্টা গতিবেগ অর্জন করতে পারে। আর ডিজেল ভার্সনটি ০ থেকে ১০০ কিমি/ঘন্টা গতিবেগে পৌঁছাতে সময় নেয় ৫.৯ সেকেন্ড। বিলাসবহুল এই এসইউভিটি তে থাকছে xDrive সমৃদ্ধ অল হুইল ড্রাইভ সিস্টেম, অ্যাডাপ্টিভ এয়ার সাসপেনশন এবং বিদ্যুৎ দ্বারা নিয়ন্ত্রিত ডাম্পার।