ব্যস্ত রাস্তায় 38 লাখের গাড়ি আগুন ধরে পুড়ে ছাই, সুবিচারের আশায় বুক চাপড়াচ্ছেন মালিক

গরম পড়ার কিছুদিনের মধ্যেই নামি সংস্থার গাড়িতে আগুন ধরার খবর সামনে এল। চীনা সংস্থার মালিকানাধীন ব্রিটিশ গাড়ি নির্মাতা এমজি মোটর (MG Motor)-এর ফ্ল্যাগশিপ মডেল Gloster…

গরম পড়ার কিছুদিনের মধ্যেই নামি সংস্থার গাড়িতে আগুন ধরার খবর সামনে এল। চীনা সংস্থার মালিকানাধীন ব্রিটিশ গাড়ি নির্মাতা এমজি মোটর (MG Motor)-এর ফ্ল্যাগশিপ মডেল Gloster SUV আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, রাজধানীর জনবহুল রাস্তায় দাউদাউ করে জ্বলছে গাড়িটি। যদিও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। বাঁচোয়া যে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাড়ির মালিক প্রখর বিন্দাল ভিডিও ও ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, গত ১০ দিন আগে তিনি তাঁর এসইউভি গাড়িটি সংস্থার সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং করিয়েছেন। তার কিছু দিনের মধ্যেই এই অঘটন ঘটে। তিনি ন্যায় বিচার চেয়ে এমজি মোটরের কাছে সমস্ত ঘটনার কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন। কিন্তু দুঃখের বিষয়, সংস্থার তরফে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি।

ঘটনার কথা সকলের দৃষ্টিগোচরে আনতে, সোশ্যাল মিডিয়ার পোস্টে বিন্দাল একাধিক সরকারি প্রতিষ্ঠানের অফিসিয়াল হ্যান্ডেলেও ট্যাগ করেন। মাইক্রো ব্লগিং সাইট টুইটারের পোস্টে তিনি লেখেন, “১০ দিন হয়ে গেল এখনো ন্যায় বিচারের জন্য ভিক্ষা কামনা করে চলেছে। মধ্য দিল্লিতে এমজি গ্লস্টার পুড়ে ছাই হয়ে গেল। সম্প্রতি এটি সার্ভিস করানো হয়েছিল এবং এখনো ওয়ারেন্টির আওতায় রয়েছে।”

এমনকি বিন্দাল এআরএআই, আইসিএটি-র মত সংস্থাগুলিকে এই ঘটনার কথা জানিয়ে গাড়ির গুণগত মান বিচার করে দেখার মিনতি জানান। প্রসঙ্গত, ভিডিওতে ৭-সিটার গাড়ির সামনের অংশে প্রথমে আগুন ধরতে দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ গাড়ি গ্রাস করে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই ধ্বংসাবশেষে পরিণত হয় গাড়িটি। এটির নতুন মডেলের দামই ৩৮ লাখ থেকে শুরু।