হোলির রঙের ছোঁয়া এবার স্কুটারেও, পঞ্চবর্ণের সংমিশ্রণে S1 Holi Edition লঞ্চ করবে Ola

ঋতুরাজ বসন্তে বাঙালির সেরা উৎসব হল দোল। দেশের অন্যান্য সম্প্রদায়ের লোকজন যা হোলি হিসেবে উদযাপন করেন। শীতের শুষ্কতা কাটিয়ে বসন্তের কোকিলের সুমধুর ডাকের সাথে জীবনকে…

ঋতুরাজ বসন্তে বাঙালির সেরা উৎসব হল দোল। দেশের অন্যান্য সম্প্রদায়ের লোকজন যা হোলি হিসেবে উদযাপন করেন। শীতের শুষ্কতা কাটিয়ে বসন্তের কোকিলের সুমধুর ডাকের সাথে জীবনকে নতুন রঙে রাঙিয়ে তুলতে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয় এই উৎসব। এই হোলি উপলক্ষ্যে বর্তমানে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের S1 স্কুটারের Holi Special Edition মডেল লঞ্চের করবে বলে ঘোষণা করল। বিশেষ সংস্করণ হওয়ার ফলে মাল্টি-কালার স্কুটারটির মাত্র ৫টি ইউনিট তৈরি করা হবে বলে জানিয়েছেন ওলার কর্ণধার ভাবিশ আগারওয়াল।

Ola S1 Holi Special Edition প্রসঙ্গে সংস্থার বক্তব্য

হোলি স্পেশাল এডিশনে ওলা এস১ ইলেকট্রিক স্কুটার রঙবেরঙের পেইন্ট থিম সহ হাজির হবে। এছাড়া, স্ট্যান্ডার্ড মডেলের সাথে বাকি স্পেসিফিকেশন এবং ফিচারগুলি অভিন্ন থাকবে বলেই অনুমান করা হচ্ছে। এই প্রসঙ্গে ভাবিশ আগারওয়াল টুইট বার্তায় জানিয়েছেন, সম্ভাব্য ক্রেতাদের চাহিদা মেটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “জনপ্রিয়তার চাহিদার কারণে আমরা স্পেশাল হোলি এডিশনের পাঁচটি স্কুটার তৈরি করব।”

টুইটে তিনি আরও লিখেছেন, আপনি কীভাবে আপনার এস ১ এর সঙ্গে হোলি উদযাপন করেছেন তার ছবি / ভিডিও সহ মন্তব্য করুন। এবং তার মধ্যে সেরা পাঁচ জন হোলি স্পেশ্যাল এডিশন মডেল পাবেন!সঙ্গে স্কুটারটির ছবিও প্রকাশ করা হয়েছে।

Ola S1 Holi Special Edition এর কালার

স্পেশাল হোলি এডিশনের Ola S1-এর দেহে কমলা, হলুদ, নীল, লাল, এবং সবুজ রঙের ছটা দেখা গিয়েছে। যা দেখে মনে করা হচ্ছে আলাদা রঙে উপলব্ধ S1-এর সমস্ত পেইন্ট স্কিম এটিতে দেওয়া হয়েছে। তবে কালার অপশন ছাড়া অন্যান্য ফিচার্স, স্পেসিফিকেশন এবং ডিজাইন স্ট্যান্ডার্ড মডেলের মতোই থাকবে। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্কুটারটির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Ola S1 হোলি স্পেশাল এডিশনের দাম

এখন ভর্তুকি ধরে Ola S1-এর দাম দিল্লিতে ৮৫,০৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। স্পেশাল হোলি এডিশনের দাম এর তুলনায় সামান্য বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে। স্কুটারটিতে কত কিলোওয়াট ব্যাটারি অপশনে নতুন এডিশন উপলব্ধ হবে, সে বিষয়টি অবশ্য এখনও খোলসা করা হয়নি।