চাহিদা আকাশছোঁয়া, ভারতেই 2 কোটির গাড়ি তৈরির ভাবনায় বিখ্যাত জার্মান ব্র্যান্ড Porsche

জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা পোর্শা (Porsche) তাদের আইকনিক গাড়ি Cayenne ভারতের মাটিতে যন্ত্রাংশ জুড়ে তৈরি বা অ্যাসেম্বলির চিন্তাভাবনা করছে। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, হঠাৎই দেশের…

জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা পোর্শা (Porsche) তাদের আইকনিক গাড়ি Cayenne ভারতের মাটিতে যন্ত্রাংশ জুড়ে তৈরি বা অ্যাসেম্বলির চিন্তাভাবনা করছে। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, হঠাৎই দেশের বাজারে এসইউভিটির আকাশছোঁয়া চাহিদা দেখেই এই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে সংস্থা। জানিয়ে রাখি, বর্তমানে ভারতে Porsche Cayenne এর দাম (অন-রোড) ১.৫৭ কোটি থেকে ২.২৩ কোটি টাকা পর্যন্ত গিয়েছে।

Porsche ভারতে Cayenne অ্যাসেম্বল করে বিক্রির কথা ভাবছে

সংস্থার দুই শীর্ষকর্তা ম্যাথিয়াস বেকার ও ডেটলেভ ভন প্ল্যাটেন সরকার পক্ষের সাথে এই নিয়ে আলাপ আলোচনা চালানোর জন্য বর্তমানে দিল্লিতে আছেন। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ইনভেস্ট ইন্ডিয়া ও নীতি আয়োগ-এর সাথেও তাদের বৈঠক হবে। সংস্থার এক ঊর্ধ্বতন আধিকারিক বলেছেন, “আমরা Cayenne SUV-এর স্থানীয়ভাবে অ্যাসেম্বল করার বিষয়টি মূল্যায়ন করে দেখছি। যার ফলে এদেশে গাড়িটির উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে।” স্বভাবতই গাড়িটির দাম যে কমবে, তা বলা যায়।

বর্তমানে পোর্শা ভারতে একাধিক গাড়ি আমদানি করে বিক্রি করে। যার মধ্যে আছে – Macan, Cayanne ও Panamera। গাড়িগুলির অন-রোড মূল্য ১ কোটি টাকা থেকে শুরু। এদিকে গত জুলাইয়ে দেশে Cayenne facelift ও Cayenne Coupe facelift উন্মোচিত হয়েছে। এপ্রিল থেকে মডেল দুটির বুকিং শুরু হয়েছে।

গত বছর দেশে ৭৭৯ ইউনিট গাড়ি বিক্রির মাধ্যমে ভারতে ব্যবসায় ৬৪ শতাংশ বৃদ্ধি প্রত্যক্ষ করেছে কোম্পানি। যার মধ্যে প্রায় অর্ধেক অবদান Cayenne এর। বর্তমানে সম্পূর্ণ তৈরি হয়ে আসা গাড়ির আমদানির ক্ষেত্রে দামের ১০০ শতাংশ কর বসায় ভারত সরকার। ফলে দেশেই যন্ত্রাংশ জুড়ে গাড়িটি তৈরি হলে কাস্টম ডিউটিতে ছাড় পাওয়া যাবে। তাতে মূল্য কমপক্ষে ১৫-৩৫% কমে আসবে।