ট্রায়াম্ফ ও হার্লে ডেভিডসনকে ধরাশায়ী করতে গেম-চেঞ্জিং বাইক লঞ্চ করবে Royal Enfield
সদ্য লঞ্চ হওয়া Harley-Davidson X440 ও Triumph Scrambler 400X-এর সাথে টক্কর নিতে এবার রয়্যাল এনফিল্ড (Royal Enfield)...সদ্য লঞ্চ হওয়া Harley-Davidson X440 ও Triumph Scrambler 400X-এর সাথে টক্কর নিতে এবার রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ৪৪০ সিসির একটি নতুন মোটরসাইকেলের উপর কাজ শুরু করেছে। যার নাম – Scram 440 (কোডনেম - D4K)। তাদের নতুন প্রজন্মের ৪১১ সিসির বর্তমান মডেলের সাথে মিল রেখে এতে এয়ার ও অয়েল কুল্ড ইঞ্জিন দেওয়া হবে। যেখানে আসন্ন Himalayan 450-তে থাকছে লিকুইড কুল্ড মিল। আগামী কয়েক মাসের মধ্যেই Royal Enfield Scram 440 বাজারে হাজির হতে পারে।
ওয়্যার স্পোক হুইল এবং অল এলইডি লাইটিং থাকছে
আসন্ন Royal Enfield Scram 440 নিজস্ব ঘরানা বজায় রেখেই হাজির হবে। স্ক্র্যাম্বলার মডেলটিতে থাকবে এক্সটেনশন সহ একটি স্লোপিং ফুয়েল ট্যাঙ্ক, চওড়া হ্যান্ডেলবার, সিঙ্গেল পিস সিট, একটি আপসোয়েপ্ট এগজস্ট, গোলাকৃতি হেডলাইট, স্লিক টেলল্যাম্প, অল এলইডি লাইটিং সেটআপ, এবং রাগেড লুকিং ওয়্যার স্পোক হুইল। এছাড়া এতে অপশনাল ট্রিপের নেভিগেশন পড সহ একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের দেখা মিলবে।
ডুয়েল চ্যানেল এবিএস
রাইডারের নিরাপত্তা এবং বাইকের হ্যান্ডেলিং বাড়াতে ডুয়েল চ্যানেল এবিএস সমেত Royal Enfield Scram 440-এর দু’চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে। সাসপেনশনের দায়িত্ব সামলাতে থাকছে ফর্ক গেইটার সহ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক।
৪৪০ সিসি ইঞ্জিন সহ হাজির হবে
ভালো পারফরম্যান্সের জন্য Royal Enfield Scram 440 একটি ৪৪০ সিসি, এয়ার-অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সমেত বাজারে পা রাখবে। এটি বাইকটির বর্তমান মডেলে উপস্থিত ৪১১ সিসি ইঞ্জিনের বড় ভার্সন। নতুন মডেল থেকে ২৮-৩০ এইচপি শক্তি পাওয়া যেতে পারে। ট্রান্সমিশন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
Royal Enfield Scram 440-এর সম্ভাব্য দাম
Royal Enfield Scram 440 লঞ্চের পর এর দাম নির্দিষ্ট ভাবে বলা সম্ভব। এটি আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে পা রাখবে বলে অনুমান করা হচ্ছে। Scram এর 411cc ভার্সনের বর্তমান বাজার মূল্য ২.০৬ লক্ষ টাকা থেকে ২.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। অনুমান, নতুন নিও-রেট্রো বাইকটি গেম-চেঞ্জার তকমা পেতে পারে।