Sonalika: শক্ত মাটিতেও ফলাবে ফসল, চাষী ভাইদের জন্য হাজির বিশাল শক্তিশালী ট্রাক্টর

মার্চের শেষে এসে কৃষকদের জন্য সুখবর শোনালো দেশের অন্যতম নামী ট্রাক্টর নির্মাতা সোনালিকা ট্রাক্টরস (Sonalika Tractors)।...
SUMAN 31 March 2024 9:48 AM IST

মার্চের শেষে এসে কৃষকদের জন্য সুখবর শোনালো দেশের অন্যতম নামী ট্রাক্টর নির্মাতা সোনালিকা ট্রাক্টরস (Sonalika Tractors)। সংস্থার তরফে খুবই শক্তিশালী একটি নতুন মডেল লঞ্চের ঘোষণা করল সংস্থা। যার নাম Sikander DLX DI 60 Torque Plus মাল্টি-স্পিড ট্রাক্টর। এটি কিনতে খরচ পড়বে 8,49,999 লাখ টাকা (এক্স-শোরুম)। শক্ত মাটিতেও ফসলে ভরিয়ে তুলতে বিশেষভাবে সাহায্য করবে এই ট্রাক্টর।

Sonalika Sikander DLX DI 60 Torque Plus মাল্টি-স্পিড ট্রাক্টর লঞ্চ হল

দারুণ পারফরম্যান্সের জন্য উৎপন্ন টর্কের পরিমাণ বেশি রাখা হয়েছে। ক্যাটেগরির বৃহত্তম ইঞ্জিন দেওয়া হয়েছে Sikander DLX DI 60 Torque Plus-এ। এছাড়া রয়েছে অন-ফিল্ড/অফ-ফিল্ড-এ দশটি ডিলাক্স ফিচার্স। এক সাংবাদিক বিবৃতিতে সোনালিকা জানিয়েছে, পাঞ্জাবের হোশিয়ারপুরে সংস্থার কারখানা থেকে তৈরি হয়ে বেরোবে এটি।

সোনালিকা'র আদি ঘরানা বজায় রেখেই হাজির হয়েছে নয়া এই ট্রাক্টর। এতে রয়েছে 4,709 সিসি, HDM, 4-সিলিন্ডার যুক্ত বৃহত্তম ইঞ্জিন। এটি থেকে উৎপন্ন হবে সর্বোচ্চ 275 এনএম টর্ক। 12F+12R মাল্টি স্পিড ট্রান্সমিশন সহ শাটেল-টেক টেকনোলজি ও দুর্দান্ত 5G হাইড্রলিক্স থাকার ফলে 2,200 কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম ট্রাক্টরটি।

Sonalika Sikander DLX DI 60-তে উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে উপস্থিত – এলইডি ডিআরএল হেডলাইট, এলইডি টেল লাইট, Pro+ বাম্পার, ডিলাক্স সিট এবং পাওয়ার স্টিয়ারিং। একাধিক অ্যাপ্লিকেশন যুক্ত এই ট্রাক্টরটি ভারতের মতো চরমভাবাপন্ন জলবায়ু যুক্ত দেশে চাষাবাদের জন্য অন্যতম উপযুক্ত ট্রাক্টর হয়ে উঠবে বলে দাবি সোনালিকার।

এটি লঞ্চের পর ইন্টারন্যাশনাল ট্রাক্টার্স লিমিটেডের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর রামান মিত্তাল বলেন, “এক জাতি, ট্রাক্টরের এক দাম” জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এক্ষেত্রে খেলা ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের সদ্য লঞ্চ হওয়া Sonalika Sikander DLX DI 60 Torque Plus মাল্টি-স্পিড ট্রাক্টর অতি উপযুক্ত।” তিনি জানান, ভবিষ্যতে এমন উচ্চ শক্তির ট্রাক্টরের আরও বেশ কয়েকটি মডেল লঞ্চ করা হবে।

Show Full Article
Next Story