প্রায় আড়াই ডজন মডেলের মধ্যে সবার পছন্দ এই তিন গাড়ি, Maruti Suzuki-র অজানা তথ্য

ভারতীয়দের হাতে সস্তায় গাড়ির চাবি তুলে দেওয়ার জন্য সুখ্যাত মারুতি সুজুকি (Maruti Suzuki)-র ঝুলিতে বর্তমানে ১৬টি মডেল রয়েছে। দীর্ঘদিন ধরেই অটোমোবাইলের বাজারে বৃহত্তম সংস্থার খেতাব…

ভারতীয়দের হাতে সস্তায় গাড়ির চাবি তুলে দেওয়ার জন্য সুখ্যাত মারুতি সুজুকি (Maruti Suzuki)-র ঝুলিতে বর্তমানে ১৬টি মডেল রয়েছে। দীর্ঘদিন ধরেই অটোমোবাইলের বাজারে বৃহত্তম সংস্থার খেতাব নিজের দখলে রেখেছে ইন্দো-জাপানি সংস্থাটি। ২০২৩-এর মার্চে তারা মোট ১,৩২,৭৬৩ ইউনিট নতুন গাড়িবেচেছে। এই প্রতিবেদনে মারুতি সুজুকির সর্বাধিক বিক্রিত প্রথম তিনটি গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেব।

Maruti Suzuki Swift

সুইফ্ট এমন একটি গাড়ি, যা ডিজাইনের দিক থেকে যে কোনো প্রজন্মের মানুষকে আকৃষ্ট করে। যে কারণে এর বেচাকেনার সংখ্যাও সর্বাধিক। আগের মাসে মোট ১৭,৫৫৯ ইউনিট বিক্রির ফলে এটি মারুতি সুজুকি তথা দেশের বেস্ট সেলিং গাড়ির তকমা জিতে নিয়েছে। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ১৩,৬২৩ থাকায় এবারের বিক্রিতে ২৯ শতাংশ আধিক্য নজর করা গেছে। আবার এ বছরের ফেব্রুয়ারিতে ১৮,৪১২ ইউনিট বিক্রির তুলনায় মার্চে সুইফ্ট-এর চাহিদায় পতন ঘটেছে ৫ শতাংশ।

Maruti Suzuki WagonR

আগের মাসে ওয়াগনআর গাড়িটি ১৭,৩০৫ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে এক বছর আগে ওই সময়ে গাড়িটি ২৪,৬৩৪ ইউনিট বিক্রি হয়েছিল। ফলে এবারের বেচাকেনায় ৩০ শতাংশ পতন দেখেছে ইন্দো-জাপানি সংস্থাটি। আবার ২০২৩-এর ফেব্রুয়ারিতে মোট ১৬,৮৮৯ জন ক্রেতার হাতে ওয়াগনআর-এর চাবি তুলে দিয়েছিল সংস্থা। উল্লেখ্য, এই হ্যাচব্যাক গাড়িটি দীর্ঘদিন সর্বাধিক বিক্রিত মডেলের তকমা ধরে রেখেছিল।

Maruti Suzuki Brezza

বর্তমানে মারুতি সুজুকির বেস্ট সেলিং এসইউভি হচ্ছে Brezza। গত মাসে মোট ১৬,২২৭ ইউনিট বিক্রি হয়েছে গাড়িটির। তুলনাস্বরূপ ২০২২-এর মার্চে বেচাকেনার পরিমাণ ১২,৪৩৯ ইউনিট থাকায় এবারের বিক্রিতে ২৯ শতাংশ অগ্রগতি দেখা গেছে। আবার এ বছর ফেব্রুয়ারিতে গাড়িটি বিক্রি হয়েছিল ১৬,৯৯৮ ইউনিট।