লকডাউনে বন্ধ হয়েছিল Tata-র জনপ্রিয় গাড়ি, নবরূপে লঞ্চ হয়ে আবার বাজার কাঁপাতে পারে

টাটা মোটরস (Tata Motors) বর্তমানে ভারতের প্যাসেঞ্জার ভেহিকেলের দুনিয়ায় একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। বর্তমানে সংস্থার পোর্টফোলিওতে একাধিক জনপ্রিয় মডেল থাকলেও, অতীতে…

টাটা মোটরস (Tata Motors) বর্তমানে ভারতের প্যাসেঞ্জার ভেহিকেলের দুনিয়ায় একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। বর্তমানে সংস্থার পোর্টফোলিওতে একাধিক জনপ্রিয় মডেল থাকলেও, অতীতে এমন কিছু গাড়ির বিক্রি বন্ধ হয়েছে, যেগুলির কথা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। তেমনই একটি মডেল হল টাটা হেক্সা (Tata Hexa)। ২০১৭-তে গাড়িটি প্রথম লঞ্চ হয়েছিল। এরপর ২০২০-তে করোনার লকডাউনের সময় সেটি বন্ধ করে দেওয়া হয়। বোল্ড ডিজাইন, আকর্ষণীয় ফিচার্স, এবং ব্যাপক পারফরম্যান্সের কারণে ক্রেতামহলে সাড়া ফেললেও, এই কঠোর সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছিল টাটাকে। তবে ২০২৩ সালে দাঁড়িয়ে অনেকেই মনে করছেন টাটার উচিত এই গাড়ি আবার ফিরিয়ে আনা। এই প্রতিবেদনে সেই নিয়েই আলোচনা রইল।

বাজারে ব্যাপক চাহিদা

Tata Hexa মার্কেটে থাকাকালীন ব্যাপক চাহিদা দেখা গিয়েছিল। ভিন্ন ধরনের স্টাইলিং এবং কেবিনে বড় জায়গার জন্য ক্রেতাদের কাছে প্রিয় গাড়ি হয়ে উঠেছিল এটি। বলা হত, এই গাড়ি সত্যিই যেন ভবিষ্যতের দিশা। তবে সময়ের সাথে সাথে চাহিদায় ভাটা পড়তে থাকে। তবে এখন Toyota Innova Hycross-র যা চাহিদা তাতে হেক্সার প্রত্যাবর্তন জোরালো হতে পারে।

বহুমুখী এবং সক্ষম MPV

পারফরম্যান্স এবং বাস্তবিকতার মেলবন্ধনের জন্য টাটা হেক্সা হয়ে উঠেছিল বহুমুখী প্রতিভাধারী এবং শহুরে যানজট এবং অফ-রোড অ্যাডভেঞ্চারের জন্য সক্ষম মডেল। আবার বেশি গ্রাউন্ড গিয়ারেন্স এবং অত্যাধুনিক সাসপেনশন সিস্টেম সমেত গাড়িটি যাত্রীদের আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দিত। তাই এটি যদি পুনরায় ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে ক্রেতারা এটি ফ্যামিলি ভেহিকেলের পাশাপাশি অফ-রোডের সঙ্গী হিসেবেও বেছে নিতে পারবেন।

প্রিমিয়াম ফিচার্স এবং কমফোর্ট

হেক্সা-র অন্যতম বিশেষত্ব ছিল আধুনিক ফিচার সমৃদ্ধ কেবিন। হাই-কোয়ালিটি মেটেরিয়াল ও বড় অন্দহমহল ভিতরের যাত্রীদের লম্বা সফরেও আরাম দিত। গাড়িতে অত্যাধুনিক বৈশিষ্ট্য হিসেবে উপলব্ধ ছিল একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, প্রিমিয়াম অডিও সেটআপ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং একাধিক সেফটি ফিচার। তাই গাড়িটি যদি পুনরায় বাজারে আনা হয়, সেক্ষেত্রে আরামদায়ক এবং প্রিমিয়াম ড্রাইভিংকে অগ্রাধিকার দেওয়া ব্যক্তিদের কাছে এটি অতি পছন্দের মডেল হয়ে উঠবে।

ব্র্যান্ড ইমেজ

Hexa-কে বাজারে প্রত্যাবর্তন করলে টাটার ব্র্যান্ড ইমেজ এবং মার্কেটিং পজিশন বৃদ্ধি পাবে। গাড়িটি বলিষ্ঠ বিল্ড কোয়ালিটি, বিশ্বাসযোগ্যতা এবং সার্বিক পারফর্ম্যান্সের জন্য অতি পরিচিত ছিল। টাটা যদি হেক্সার ডিজাইন ও ফিচার আপডেট করে নতুন ভাবে বাজারে আনে, তাতে এসইউভি সেগমেন্টে সংস্থার দাপট বৃদ্ধি পাবে বলেই আশা করা যায়।