Best Cars: সুন্দর মাইলেজ ও কম দামে সেরা পাঁচ গাড়ি, একবার কিনলে জীবনভর সার্ভিস

জীবনে প্রথম গাড়ি কিনতে চলেছেন এমন ক্রেতাদের হাত পাকানোর জন্য সাধারণত বাজেট গাড়িই বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে মারুতি সুজুকি (Maruti Suzuki)-এর হ্যাচব্যাক আদর্শ।…

জীবনে প্রথম গাড়ি কিনতে চলেছেন এমন ক্রেতাদের হাত পাকানোর জন্য সাধারণত বাজেট গাড়িই বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে মারুতি সুজুকি (Maruti Suzuki)-এর হ্যাচব্যাক আদর্শ। কারণ দাম হওয়ার পাশাপাশি দুর্দান্ত মাইলেজ দেয় মডেলগুলি। সবচেয়ে বড় বিষয় শহরের বাইরে গ্রামাঞ্চলে মারুতি সুজুকির সার্ভিস সেন্টার ও শোরুম রয়েছে। ফলে গাড়িতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারীদের বিশেষ ঝক্কি পোহাতে হয় না। জীবনে প্রথমবার চার চাকা কিনতে চলেছেন, এমন ব্যক্তিদের জন্য মারুতির পাঁচটি সেরা বাজেট গাড়ির সন্ধান রইল এই প্রতিবেদনে।

Alto K10 (দাম ৩.৯৯ লাখ থেকে শুরু)

প্রতিদিন চলাচলের জন্য যদি আপনি কম্প্যাক্ট এবং ভালো মাইলেজের হ্যাচব্যাক গাড়ির খোঁজে থাকেন, তাহলে Maruti Suzuki Alto K10 মডেলের বিকল্প নেই। এখনও পর্যন্ত ৫০ লাখের বেশি ক্রেতা এই গাড়ি ব্যবহার করেছেন। রক্ষণাবেক্ষণের খরচ নগণ্য বলা যায়। গাড়িটি পেট্রোল ও সিএনজি ভ্যারিয়েন্টে উপলব্ধ। আকারে ছোট হওয়ার কারণে যানজটপূর্ণ রাস্তা দিয়েও সহজেই কাটিয়ে বেরোতে সক্ষম।

Celerio (দাম ৫.৩৬ লাখ থেকে শুরু)

মারুতি সুজুকির অন্যতম সস্তা গাড়ি Celerio। Alto K10-এর মতোই এটিও দারুণ মাইলেজ ও কম খরচের গাড়ি। কেবিনে বেশি জায়গা পাওয়া যায়। নিত্যদিন চলাচলের জন্য জুড়ি মেলা ভার। তাই যদি আপনি একটি বিশ্বস্ত ও বাজেট-ফ্রেন্ডলি গাড়ির খোঁজ করে থাকেন, তবে Maruti Suzuki Celerio একটি দারুণ মডেল।

WagonR (দাম ৫.৫৪ লাখ থেকে শুরু)

যারা একটু উঁচু গাড়ি পছন্দ করেন, তাঁদের জন্য সেরা মডেল হচ্ছে Maruti Suzuki WagonR। লম্বা মডেলের এই গাড়ির ভেতরে ভালো স্পেস পাওয়া যায়। যাত্রীদের উচ্চতা বেশি হলেও এই গাড়িতে মাথা ছাদে ঠেকে যাওয়ার চিন্তা থাকে না। রোজকার যাত্রার জন্য আদর্শ এই গাড়ি।

Ignis (দাম ৫.৮৪ লাখ থেকে শুরু)

বেশি ব্যক্তিত্বপূর্ণ গাড়ি পছন্দের তালিকায় থাকলে Maruti Suzuki Ignis দেখতে পারেন। এই মিনি এসইউভি ডিজাইনের গাড়ি প্রিমিয়াম অনুভূতি দিতে সক্ষম। তরুণ প্রজন্মের ক্রেতাদের কাছে এটি জনপ্রিয় মডেল। দুর্দান্ত ফিচার্স ও দারুণ ড্রাইভিংয়ের অভিজ্ঞতা পাওয়া যায়।

Swift (দাম ৬.৪৯ লাখ থেকে শুরু)

Maruti Suzuki Swift-এর নতুন ভার্সন সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। বর্তমানে এটি দেশের বেস্ট সেলিং হ্যাচব্যাক। প্রচুর অত্যাধুনিক ফিচার্স ও বড় জায়গার জন্য বেশিরভাগ ক্রেতা এটি বেছে নিচ্ছেন। বিভিন্ন ইঞ্জিন স্পেসিফিকেশনে উপলব্ধ এই গাড়ি।