Top 5 Off Road Bikes: পাহাড়ে চালানোর বাইক খুঁজছেন? আপনার জন্য কোন মডেল সেরা দেখুন
হালফিলে তরুণ প্রজন্মের মধ্যে পাহাড়ি রাস্তায় অ্যাডভেঞ্চারের প্রবণতা তীব্র গতিতে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে একটি সাধারণ...হালফিলে তরুণ প্রজন্মের মধ্যে পাহাড়ি রাস্তায় অ্যাডভেঞ্চারের প্রবণতা তীব্র গতিতে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে একটি সাধারণ বাইকে এই স্বপ্নপূরণ সম্ভব নয়। প্রয়োজন বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। যেগুলি খানাখন্দে ভরা দুর্গম পথ অনায়াসে পার করতে সাবলীল। এখন প্রশ্ন কোন অ্যাডভেঞ্চার বাইক কিনলে নিজের অফ-রোডিয়ের সাধ পরিপূর্ণভাবে পূরণ করা সম্ভব? এই প্রশ্ন যদি আপনার মনেও ঘুরপাক খায়, এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে পাঁচটি সেরা অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
KTM 390 Adventure
অফ-রোডিংয়ের জন্য KTM 390 Adventure হচ্ছে একটি আদর্শ বাইক। তাই এর অনুরাগীর সংখ্যাও প্রচুর। হালকা ওজনের চ্যাসিস ও শক্তিশালী ৩৭৩ সিসি ইঞ্জিনে ভর করে ছোটে বাইকটি। এতে রয়েছে অসাধারণ সাসপেনশন এবং বিশ্বমানের প্রযুক্তি। যযার উপর ভর করে রাইডাররা নতুন চ্যালেঞ্জ হাসিমুখে পার করতে পারে।
BMW R 1250 GSA
একটি আল্টিমেট অফ রোড বাইক বলতে যা বোঝায়, BMW R 1250 GSA হচ্ছে ঠিক সেটাই। পাথুরে হোক বা মেঠো, যে কোনো ধরনের রাস্তাতেই নিজের জারিজুরি দেখাতে সক্ষম বাইকটি। এতে রয়েছে শক্তিশালী ১২৫০ সিসি ইঞ্জিন এবং বিশ্বমানের সাসপেনশন। তাই একটানা দীর্ঘক্ষণ বাইক চালালেও কোমর ব্যথা হওয়ার কোন সম্ভাবনাই নেই।
Royal Enfield Himalayan 411
Royal Enfield Himalayan 411 ভারতের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের দুনিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এতে ৪১১ সিসি ইঞ্জিন বর্তমান, যা যে কোনো ধরনের রাস্তাতে বাইকটিকে চলতে সক্ষমতা প্রদান করে। বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং লং ট্রাভেল সাসপেনশন উপরি পাওনা।
Hero Xpulse 200 4V
Hero Xpulse 200 4V অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ বাইক। তাই যে কোনো ধরনের এবড়োখেবড়ো পথ পাড়ি দিতে সক্ষম এটি। এতে রয়েছে ২০০ সিসি ইঞ্জিন, ২১ ইঞ্চি ফ্রন্ট টায়ার এবং লং ট্রাভেলস সাসপেনশন।
Suzuki V-Strom 650XT
Suzuki V-Strom 650XT অফ-রোডিংয়ে রাইডারকে বাড়তি ভরসা জোগায়। এই শক্তিশালী বাইকটি দর্শনের দিক থেকে যেমন স্টাইলিশ, আবার পারফরম্যান্সের দিক থেকেও এর জুড়ি মেলা ভার। এটি আপরাইট রাইডিং পজিশন অফার করে।