কেবিন থেকে বেরোবে অপূর্ব গন্ধ, গাড়ির অন্দরমহল তরতাজা রাখতে 5 কার্যকরী টিপস

বেশীরভাগ গাড়ি মালিক অতি যত্ন সহকারে তার প্রিয় চার চাকার বাইরের অংশ পরিষ্কার রাখার জন্য কোনো ধরনের খামতি রাখতে পছন্দ করেন না। টেফলন কোটিং থেকে…

বেশীরভাগ গাড়ি মালিক অতি যত্ন সহকারে তার প্রিয় চার চাকার বাইরের অংশ পরিষ্কার রাখার জন্য কোনো ধরনের খামতি রাখতে পছন্দ করেন না। টেফলন কোটিং থেকে শুরু করে সিরামিক পালিশ সবকিছুই জোটে কেবলমাত্র গাড়ির বাইরের শরীরেই। কিন্তু গাড়ির অন্দরমহল অর্থাৎ এর কেবিনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও নিয়মিত কর্তব্যের মধ্যেই পড়ে। গাড়ির কেবিনের মধ্যে ঢোকার সাথে সাথেই যদি এক তরতাজা ভাব অনুভূত হয় তবে সমগ্র যাত্রায় বেশ আরামদায়ক মনে হবে সবার কাছে। সামান্য কিছু পদ্ধতি অনুসরণ করেই কেবিনের ভেতরের দুর্গন্ধ সহজেই দূর করতে পারেন আপনি।

বেশ কিছু ব্যক্তি রয়েছেন যারা গাড়ির মধ্যেই ঠান্ডা পানীয় কিংবা অন্যান্য কোন খাবার খেতে পছন্দ করেন। এটি কিন্তু একটি বাজে অভ্যাস। এর ফলে সেই সমস্ত খাবারের অংশ গাড়ির সিটের তলায় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়ার জন্ম দিতে পারে। এমনকি কোল্ড ড্রিঙ্কসের ক্যানের ধারালো অংশ কেবিনের সুখ্যাতিসূক্ষ্ম বিভিন্ন অংশগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই প্রথমে অবশ্যই এই বদভ্যাসটিকে বদল ঘটাতে হবে। তার সাথে নিজের কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই কেবিনকে করে তুলুন ফ্রেশ।

এয়ারভেন্ট পরিষ্কার রাখা

বাড়ির বেডরুমে লাগানো এসি হোক কিংবা গাড়ির মধ্যে লাগানো বাতানুকূল যন্ত্র সর্বক্ষেত্রেই দীর্ঘদিন ব্যবহারের ফলে হাওয়া বেরোনোর ভেন্টেগুলিতে ময়লা জমতে দেখা যায়। দিনের পর দিন এই ময়লা জমতে জমতে একটা সময় তা থেকে দুর্গন্ধযুক্ত হওয়া বের হতে শুরু করে। এমনকি সেই সময় তার মধ্যে জন্ম নেয় নানা ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া। তাই অবশ্যই কিছুদিন পর পর এই এসি ভেন্টগুলিকে সুতির কাপড় কিংবা হালকা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। যখন এসি ব্যবহার করা হবে না তখন অবশ্যই ভেন্টগুলিকে বন্ধ রাখুন।

কফি বিনের ব্যবহার

কফির গন্ধ যেমন আমাদের শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে তেমন কফি বিন গাড়ির মধ্যে প্রাকৃতিক ভাবে এয়ার ফ্রেশনার হিসেবে কাজ করে। অল্প কিছু কফি বিন একটি ছোট জালিকাযুক্ত ব্যাগ কিংবা কাগজের মধ্যে মুড়িয়ে কেবিনের মধ্যে রেখে দিন। এর ফলে ভেতরের অংশে তৈরি হওয়া সমস্ত বাজে গন্ধ সহজেই শুষে নেবে এগুলি। বাজার থেকে অতিরিক্ত টাকা খরচা করে এয়ার ফ্রেশনার কেনার কোনো দরকারই পড়বে না আপনার। তবে প্রতি সপ্তাহে একবার করে পুরনো কফি বিন বদলে নতুন দিতে হবে।

এসেন্সিয়াল ওয়েল

কেবিনের ভেতরের বাতাসে সুগন্ধ ছড়িয়ে দিতে এসেন্সিয়াল ওয়েলের জুড়ি মেলা ভার। যাত্রা শুরুর আগে পছন্দের এসেনন্সিয়াল অয়েল অল্প কয়েক ফোটা ব্যবহার করলেই কেল্লাফতে। প্রয়োজনে পোর্টেবল অয়েল ডিফিউজার ব্যবহার করে অতি দ্রুত এর ফলাফল উপভোগ করতে পারেন।

সুগন্ধি মোমবাতির ব্যবহার

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। এই মোমবাতিগুলি ব্যবহার করে সহজেই অল্প খরচে কেবিনের ভেতরে এক সুন্দর মন মাতানো গন্ধ পেতে পারেন আপনি। গাড়ির কেবিনের মধ্যে সামনের কাঁচের পাশেই রাখুন এমন সুগন্ধি মোমবাতি। যখনই বাইরের সূর্যালোকের তাপ এসে পড়বে এর উপর তখনই মোমবাতির মোম থেকে বেরোনো অপূর্ব গন্ধ ছড়িয়ে যাবে সমগ্র গাড়ির মধ্যেই।

কেবিনের মধ্যে বাইরের বাতাস প্রবেশ করা

এর মত সহজ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর কোনোটিই হতে পারে না। অনেকেই রয়েছেন যারা গাড়ির মধ্যে প্রতি মুহূর্তে কাঁচ বন্ধ করে এসি ব্যবহার করতে ভালোবাসেন। এর ফলে অন্দরমহলে বাইরের প্রাকৃতিক সতেজ হওয়া একদমই প্রবেশ করতে না পারায় তৈরি হয় দুর্গন্ধ। তাই এমন পরিস্থিতি হলে জানালার কাঁচ নামিয়ে খানিকক্ষণ বাইরের নির্মল হওয়া কেবিনে প্রবেশ করলেই সব সমস্যার সমাধান।

এছাড়াও বর্তমানে কেবিনের মধ্যে সুগন্ধিকারক হিসাবে নানা রকম কার পারফিউম কিনতে পাওয়া যায় বাজারে। এগুলি থেকে নির্দিষ্ট সময় অন্তর মন সতেজ করা হালকা গন্ধ বেরোতে থাকে যা আপনার সমগ্র পথে গাড়ি চালানোর অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে।