TVS স্টাইল-ফিচার্সে ভর্তি নতুন বাইক আনল, ভয়েস কমান্ড সহ আছে কল রিসিভের ব্যবস্থা

প্রিমিয়াম মোটরসাইকেলের চাহিদার রেখাচিত্র উর্ধ্বমুখী হতে দেখে ভারতীয় টু-হুইলার কোম্পানি টিভিএস মোটর (TVS Motor) গত বছর জুলাইয়ে Ronin লঞ্চ করেছিল। এর ঠিক এক বছরের মাথায়…

প্রিমিয়াম মোটরসাইকেলের চাহিদার রেখাচিত্র উর্ধ্বমুখী হতে দেখে ভারতীয় টু-হুইলার কোম্পানি টিভিএস মোটর (TVS Motor) গত বছর জুলাইয়ে Ronin লঞ্চ করেছিল। এর ঠিক এক বছরের মাথায় টিভিএস তাদের এই মডেলটি ইন্দোনেশিয়ার বাজারে হাজির করল। দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে বাইকটি – সিঙ্গেল টোন সিঙ্গেল চ্যানেল এবিএস সমেত Ronin SS ও ট্রিপল টোন ডুয়েল চ্যানেল এবিএস সমেত Ronin TD। সে দেশে সংস্থার সমস্ত শোরুমে জুলাই থেকেই TVS Ronin কেনা যাবে বলে জানানো হয়েছে।

TVS Ronin লঞ্চ হল ইন্দোনেশিয়ায়

২২৫ সিসি মোটরসাইকেলটির ওজন ১৬০ কেজি। এর আউটপুট ২০.৪ পিএস শক্তি এবং ১৯.৯৩ এনএম টর্ক। টিভিএস রানিন-এ উপলব্ধ রেইন ও আরবান এবিএস মোড, গ্লাইড থ্রু টেকনোলজি, ভয়েস সহ স্মার্ট ব্লুটুথ কানেক্টিভিটি এবং রাইড অ্যাসিস্ট্যান্স।

TVS Ronin : ডিজাইন ও ফিচার্স

ডিজাইনার দিক থেকে TVS Ronin-এ মর্ডান ও রেট্রো উভয় বৈশিষ্ট্য বর্তমান। এতে দেওয়া হয়েছে সিগনেচার T-আকৃতির পাইলট ল্যাম্প সহ অল এলইডি ল্যাম্প, অ্যাসিমেট্রিক স্পিডোমিটার, এগজস্ট ও মাফলার ডিজাইন, চেইন কভার, ৯ ইঞ্চি স্পোক অ্যালয় হুইল এবং ব্লক ট্রিড টায়ার।

এছাড়া বাইকটিতে রয়েছে একটি ডিজিটাল ক্লাস্টার। যেখানে রাইডিং সম্পর্কিত যাবতীয় তথ্য ভেসে উঠবে। যেমন – ডিসটেন্স টু এম্পটি, ETA, গিয়ার শিফ্ট অ্যাসিস্ট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন ইনহিবিটর, সার্ভিস ডিউ ইন্ডিকেশন এবং লো ব্যাটারি ইন্ডিকেটর। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে TVS Ronin-এ উপস্থিত ভয়েস অ্যাসিস্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট/রিসিভ, TVS SmartXonnectTM অ্যাপে রাইড অ্যানালাইসিস।

TVS Ronin : হার্ডওয়্যার

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে বাইকটিতে দেওয়া হয়েছে রেইন এবং আরবান এবিএস মোড, সিঙ্গেল এবং ডুয়েল চ্যানেল এবিএস, ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর, লো নয়েস ফেদার টাচ স্টার্ট, আউটসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, রিয়ার মোনোশক এবং গ্লাইড থ্রু টেকনোলজি।