দাম বেড়েছে তো কী! এখনও বছরভর পাবেন FREE কলিং, হাই-স্পিড ডেটা, খরচ মাসে ২০০ টাকার কম

Best Recharge Plans: মাসের শুরুতেই রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া (ভিআই)-র মতো শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি রিচার্জ খরচ ২৫% তথা ৬০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা…

Best Recharge Plans: মাসের শুরুতেই রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া (ভিআই)-র মতো শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি রিচার্জ খরচ ২৫% তথা ৬০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা স্বাভাবিকভাবেই লাখ লাখ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও যদি মোটা টাকা খরচ করতে হয়, তাহলে তা নিঃসন্দেহে একটা বড় সমস্যা! এমতাবস্থায় অনেকেই নিজের কানেকশন পোর্ট করার সিদ্ধান্ত নিচ্ছেন বটে, কিন্তু তাতে পরিষেবার মানের সাথে আপোষ করার ব্যাপার থেকে যাচ্ছে। তাহলে কি এক্ষেত্রে কোনো সমাধান নেই? নিশ্চয়ই আছে, দেখতে গেলে এই ঝামেলায় স্বস্তি দিতে পারে কিছু ভ্যালু প্ল্যান।

হ্যাঁ, রিচার্জ প্ল্যানসমূহ এমনিতে ব্যয়বহুল হয়ে উঠেছে বটে, তবে জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া এখনও এমন কিছু বিকল্প ‘ভ্যালু প্ল্যান’ হিসেবে অফার করছে যেগুলিতে আপনি মাসিক ২০০ টাকার কম ব্যয় করে যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন। এইসব প্ল্যানে দীর্ঘ বৈধতায় কলিংসহ বাদ-বাকি বেসিক বেনিফিট অ্যাক্সেস করা যাবে, যদিও এগুলির ডেটা বেনিফিট সীমিত। তাই যারা কম মোবাইল ডেটা ব্যবহার করেন এবং কেবলমাত্র কলিং বা টুকটাক মেসেজিংয়ের জন্য দীর্ঘ সময়ের রিচার্জ করে নিতে চান, তাদের জন্য এইসব প্ল্যান সেরা। আসুন, এখন দেখে নিই এগুলি কত টাকা দিয়ে রিচার্জ করতে হবে এবং এদের সুবিধা কেমন কী…

জিওর ভ্যালু প্ল্যানের দাম ও সুবিধা

আপনি রিলায়েন্স জিও ইউজার হলে সস্তায় লম্বা ভ্যালিডিটি পেতে ১,৮৯৯ টাকার ভ্যালু প্ল্যান বেছে নিতে পারেন। এটি ৩৩৬ দিনের বৈধতার সাথে আসে। সুবিধা বলতে এতে আনলিমিটেড কলিং, মোট ২৪ জিবি ডেটা এবং ৩,৬০০টি এসএমএসের সাথে কম্প্লিমেন্টরি জিও অ্যাপসের (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) অ্যাক্সেস পাওয়া যায়। গড় হিসেব অনুযায়ী, এর মাসিক খরচ ১৭২ টাকার কাছাকাছি।

এয়ারটেল ভ্যালু প্ল্যানের দাম ও সুবিধা

এয়ারটেলের ভ্যালু প্ল্যানের দাম ১,৯৯৯ টাকা এবং এর বৈধতা পুরো ৩৬৫ দিন। এতে আনলিমিটেড ভয়েস কলিং, মোট ২৪ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাওয়া যাবে। সাথে থাকবে ৩ মাসের অ্যাপোলো ২৪/৭ সার্কেল সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস। প্ল্যানটির গড় খরচ ১৬৬ টাকার কাছাকাছি। তুলনামূলকভাবে এটি জিওর প্ল্যানের চেয়ে লাভজনক!

ভিআইয়ের ভ্যালু প্ল্যানের দাম ও সুবিধা

ভোডাফোন আইডিয়াও এই মুহূর্তে ১,৯৯৯ টাকার একটি প্ল্যান অফার করে, যার বৈধতা ৩৬৫ দিন। এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, পুরো ভ্যালিডিটির জন্য ২৪ জিবি ডেটা এবং মোট ৩,৬০০টি এসএমএস পাওয়া যাবে।