GT ম্যাচে বড় সিদ্ধান্ত KKR-এর, গুরবাজ পেলেন সুযোগ, বাদ পড়লেন ডি কক

কলকাতা নাইট রাইডার্স (KKR) আজ গুজরাট টাইটানসের (GT) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কককে বাদ দিয়েই একাদশ সাজালো। ডি ককের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। এছাড়া দলে ফিরেছেন মঈন আলি।

আইপিএল ২০২৫ মরসুমে ডি কক ছিলেন কেকেআরের প্রথম পছন্দের কিপার-ব্যাটার। তিনি রাজস্থান রয়্যালসের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেই ভরসার প্রতিদানও দেন। তবে এরপর টানা ব্যর্থ হন এই দক্ষিণ আফ্রিকার ব্যাটার। শেষ পাঁচ ইনিংসে তিনি করেছেন মাত্র ৫২ রান, যার মধ্যে তিনবারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

এরপর ডি ককের দলে থাকা নিয়ে সমালোচনা শুরু হয়। সেইমতো আজ অধিনায়ক অজিঙ্কা রাহানে টসের পরে জানান, দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, “এই ফরম্যাটে বর্তমানেই থাকতে হয়। পাঁচ থেকে সাত নম্বর ব্যাটিং পজিশন বেশ চ্যালেঞ্জিং। আজ আমরা গুরবাজ ও মঈন আলিকে দলে নিয়েছি।”

ডি কক শুধুমাত্র আইপিএলেই নয়, এবারের এসএ২০ লিগেও ছিলেন অফ ফর্মে। ডারবানস সুপার জায়ান্টসের হয়ে তিনি ১০ ম্যাচে করেছিলেন মাত্র ১৫৯ রান। অন্যদিকে, গুরবাজ বিশ্বের সমস্ত টি-টোয়েন্টি লিগেই ভালো পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। আপাতত গুজরাট টাইটানস ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৯ রান করেছে।