Blackberry 5G ফোন চলতি বছরে লঞ্চ হতে পারে, Pre Commitment Program আয়োজন করে ইঙ্গিত কোম্পানির

কালো জাম ফলটি যেমনি রসালো এবং স্বাদু, একসময় ঠিক ততটাই জনপ্রিয় ছিল BlackBerry (ব্ল্যাকবেরি) ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেটগুলি! কিন্তু কোম্পানিটি নিজের বিজনেস স্ট্র্যাটেজি পরিবর্তন করায়, বহুদিন যাবৎ কোনো নতুন ব্ল্যাকবেরি ফোন বাজারে আসেনি। গত বছরের আগস্টে মার্কিনি প্রযুক্তি সংস্থা Onward Mobility (অনওয়ার্ড মোবিলিটি) এটিকে টেক ওভার করার পর, অনুরাগীদের মধ্যে প্রত্যাশার বীজ উৎপন্ন হলেও কেটে গেছে একটা বছর। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বর্তমান রমরমার মাঝে ফের ব্ল্যাকবেরি ফোন দেখা যাবে কিনা, সে বিষয়ে নিশ্চয়তা মেলেনি। তবে এখন, অনওয়ার্ড মোবিলিটির একটি আকস্মিক পদক্ষেপ এই ফোনের আগমন সম্পর্কে জল্পনা সৃষ্টি করেছে। আসলে, এই টেক জায়ান্টটি একটি প্রোগ্রাম চালু করেছে যার লক্ষ্য বাজারে গবেষণা চালিয়ে নির্বাচিত ব্যক্তিদের থেকে স্মার্টফোন সম্পর্কে প্রতিক্রিয়া বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানা। আর এখানেই BlackBerry 5G ফোন চালু হওয়ার আভাস পাওয়া গেছে।

BlackBerry 5G স্মার্টফোন বাজারে আসছে?

রিপোর্ট অনুযায়ী, অনওয়ার্ড মোবিলিটি সংস্থাটি প্রি-কমিটমেন্ট প্রোগ্রাম (Pre Commitment Program) চালু করেছে, যেখানে কেবল BlackBerry 5G (ব্ল্যাকবেরি ৫জি) ফোন কিনতে আগ্রহী ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং, এই বিষয়টি যে সংস্থার নতুন ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে বলে রাখি, যাঁরা এই প্রোগ্রামে তালিকাভুক্ত হবেন তাঁরা জনসাধারণের পূর্বে আগত প্রোডাক্ট এবং ফিচার সম্পর্কে আপডেট পাবেন। শুধু তাই নয়, এতে মিলবে আসন্ন ডিভাইসের আর্লি অ্যাক্সেস বা প্রি-অর্ডারের সুযোগও। অন্যদিকে এই প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যক্তিদের থেকে ফিডব্যাক নিয়ে প্রোডাক্টের বিকাশ বা কার্যকারিতা গঠন করা হবে।

Pre Commitment Program-এ যোগ দেওয়ার জন্য কী করতে হবে?

অনওয়ার্ড মোবিলিটির এই প্রোগ্রামের অংশ হওয়ার জন্য আগ্রহীদের একটি সাধারণ ফর্ম পূরণ করতে হবে। উক্ত ফর্মটি ডিভাইস থেকে ইউজারদের কী প্রত্যাশা বা তাদের পছন্দসই নেটওয়ার্ক অপারেটর কোনটি, তা জানতে চাইবে।

সেক্ষেত্রে ব্ল্যাকবেরি স্মার্টফোনটি পুনরায় ঠিক কবে লঞ্চ হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। এটির উপলভ্যতা সম্পর্কেও কিছু জানা যায়নি। তবে আসন্ন ডিভাইসটি যে নতুন আঙ্গিকে আসবে, সে সম্ভাবনা প্রবল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন