Garena Free Fire India কেন ডাউনলোড হচ্ছে না, উত্তর দিল সংস্থা

গত সপ্তাহে একটি প্রেস বিজ্ঞপ্তিতে Garena তাদের জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম Free Fire-কে ভারতে পুনরায় লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। সংস্থাটি জানিয়েছিল যে, এই গেমট…

গত সপ্তাহে একটি প্রেস বিজ্ঞপ্তিতে Garena তাদের জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম Free Fire-কে ভারতে পুনরায় লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। সংস্থাটি জানিয়েছিল যে, এই গেমট ৫ সেপ্টেম্বর Free Fire India নামে পুনরায় লঞ্চ হবে এবং এতে ভারতীয় খেলোয়াড়দের জন্য কিছু এক্সক্লুসিভ ফিচার থাকবে। তবে, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ভারতে কয়েক সপ্তাহ পর Garena Free Fire India গেমটি লঞ্চ হবে। কারণ Garena তাদের খেলোয়াড়দের সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য কাজ করছে।

কোন কারণে দেরীতে লঞ্চ হতে পারে Garena Free Fire India

মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুসারে, সংস্থাটি জানিয়েছে, তারা লঞ্চের পর পরই ফ্রি ফায়ার ইন্ডিয়ার সকল প্লেয়ারদের সেরা অভিজ্ঞতা দিতে চায়, তাই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংস্থাটি আরো জানিয়েছে যে, গেমপ্লে উন্নত করার জন্য তারা আরো কিছুটা সময় চায়।

এর আগে Garena ঘোষণা করেছিল যে, আসন্ন গেমটিকে ব্যবহারকারীদের কাছে নিরাপদ, স্বাস্থ্যকর এবং মজাদার গেমপ্লে হিসেবে তুলে ধরার জন্য তারা আরো কিছু অভিনব ফিচার যোগ করতে চলেছে। এই গেমে পেরেন্টাল সুপারভিশন, গেমপ্লে লিমিটেশন এবং ‘টেক এ ব্রেক’-এর মতো রিমাইন্ডার ফিচারগুলিও দেখা যাবে। এছাড়াও, এটিতে কিছু নতুন ফিচার থাকবে যা নিরাপদ, স্বাস্থ্যকর এবং মজাদার গেমপ্লে অভিজ্ঞতা নিশ্চিত করবে।

হিরানন্দানি গ্রুপ অফ কোম্পানির Yotta, Garena Free Fire কে স্থানীয় ক্লাউড হোস্টিং এবং স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ করবে। উল্লেখ্য, Yotta ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা ম্যানেজমেন্টের সেরা নিশ্চয়তা দেয়।

এদিকে, সিঙ্গাপুর ভিত্তিক গেমিং জায়ান্ট Garena ঘোষণা করেছে যে, এমএস ধোনি তাদের গেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যোগ দিয়েছেন। তাই ‘থালা’ নামে একটি চরিত্রকে এই গেমের অংশ হিসাবে দেখা যাবে।