Bullet 350 vs H’ness CB350 vs Jawa 42: এই তিন বাইকের মধ্যে সেরা কে? রইল তুলনা

সম্প্রতি ১.৭৪ লাখ টাকা দামে রয়্যাল এনফিল্ড বাজারে নিয়ে এসেছে বুলেট ৩৫০ এর আপডেটেড ভার্সন। এই নতুন বাইকটি আদতে ভারতের অন্যতম চাহিদা সম্পন্ন ৩৫০ সিসির টু-হুইলারের জগতকে এক অন্য মাত্রায় নিয়ে যেতেই হাজির হয়েছে বলে অনুমান করা যায়। দীর্ঘ কয়েক দশক ধরে সুনাম অর্জন করা রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ এর বিপক্ষে বর্তমানে দেখতে পাওয়া যায় বেশ কিছু মডেলকে। তাদের মধ্যে অন্যতম Honda H’ness CB350 এবং Jawa 42। আজকের প্রতিবেদনে ৩৫০ সিসির ইঞ্জিন সমৃদ্ধ এই তিনটি বাইকের মধ্যে তুলনমূল্য আলোচনা পরিবেশন করা হলো।

Royal Enfield Bullet 350 vs Honda H’ness CB350 vs Jawa 42: মূল্য

সদ্য লঞ্চ করা বুলেট ৩৫০ এবার তিনটি আলাদা সংস্করণে কিনতে পাওয়া যাবে। এগুলির এক্স শোরুম মূল্য ১.৭৪ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২.১৬ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে বুলেটের অন্যতম প্রতিদ্বন্দ্বী হোন্ডা হাইনেস সিবি ৩৫০ এর বেস মডেলের দাম শুরু হচ্ছে ২.১০ লাখ টাকা (এক্স শোরুম) থেকে। টপ মডেলটির ক্ষেত্রে খরচ হবে ২.১৫ লাখ টাকা (এক্স শোরুম)। এছাড়াও রেট্রো স্টাইলের থিমের উপর নির্মিত Jawa 42 এর এক্স শোরুম মূল্যের রেঞ্জ ১.৬৭ লাখ টাকা থেকে ১.৮১ লাখ টাকা পর্যন্ত।

উপরের এই আলোচনা থেকে স্পষ্ট তিনটি বাইকের মধ্যে পকেট সাশ্রয়ী মূল্যে মিলবে Jawa 42। আর সবচেয়ে দামি বাইক হল হোন্ডা হাইনেস। তবে দামের সঙ্গে সামঞ্জস্য রেখেছে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০।

Royal Enfield Bullet 350 vs Honda H’ness CB350 vs Jawa 42: ইঞ্জিন ও ট্রান্সমিশন

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ কে এগিয়ে চলার সমস্ত শক্তি সরবরাহ করে ৩৪৯ সিসির এয়ার কুলিং প্রযুক্তি সম্বলিত ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১৯.৯২ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ২৭ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। অপর হাতে থাকা হোন্ডা হাইনেস সিবি ৩৫০ এর মধ্যে ব্যবহার করা হয়েছে ৩৪৮.৩৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটির পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ২০.৭১ বিএইচপি এবং ২৯ এনএম। দুটি বাইকের মধ্যেই ৫ ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স বিদ্যমান।

সবশেষে রয়েছে Jawa 42। এই বাইকটিকে চালিকাশক্তি প্রদান করে লিকুইড কুলিং প্রযুক্তিযুক্ত ২৯৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ২৬.৯২ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ২৭ এনএম টর্ক জেনারেট হয়। সাথে যুক্ত ট্রান্সমিশন সিস্টেমে গিয়ারের সংখ্যা ৬।

Royal Enfield Bullet 350 vs Honda H’ness CB350 vs Jawa 42: ব্রেক ও সাসপেনশন

তিনটি বাইক আলাদা নির্মাতার হাতে তৈরি হলেও এদের সাসপেনশন সেটআপে রয়েছে অনেক মিল। সবকটি মডেলের মধ্যেই সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন সক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে বুলেট ৩৫০ এর সামনে ও পিছনে যথাক্রমে ৩০০ মিমি ও ২৭০ মিমি ডিস্ক বিদ্যমান। হোন্ডা হাইনেস সিবি ৩৫০ এর মধ্যে সামনের ও পিছনের চাকায় যথাক্রমে ৩১০ মিমি ও ২৪০ মিমি ডিস্ক ব্যবহার করা হয়েছে। Jawa 42 তে ব্যবহৃত ডিস্ক এর সাইজ সামনের ও পিছনের চাকায় যথাক্রমে ২৮০ মিমিএবং ২৪০ মিমি। যদিও এই বাইকটির একটি ভ্যারিয়েন্টে পিছনের চাকায় রয়েছে ১৫৩ মিমি ড্রাম ব্রেক।

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ এবং Jawa 42 উভয় ক্ষেত্রেই স্পোক যুক্ত চাকা নজরে এলেও হোন্ডা হাইনেস এর ক্ষেত্রে কিন্তু রয়েছে অ্যালয় হুইল। এছাড়াও রয়্যাল এনফিল্ড এবং হোন্ডা এর বাইক দুটিতে সামনের দিকে ১৯ ইঞ্চির এবং পিছনের দিকে ১৮ ইঞ্চির চাকা দেখতে পাওয়া যায়। অন্যদিকে Jawa 42 তে এই চাকার ব্যাস যথাক্রমে ১৮ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি।