108MP ক্যামেরার এই Realme ফোনে পাওয়া যাচ্ছে দামের সমান ছাড়, চার্জ নিয়ে ভাবতে হবেনা!

গতকাল অর্থাৎ ১১ই সেপ্টেম্বর থেকে Realme কোম্পানি ‘Realme 5G Democratizer’ নামক বিশেষ বিক্রয়পর্ব শুরু করেছে, যেখানে ব্র্যান্ডটির 5G স্মার্টফোন কেনার ক্ষেত্রে ২০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। আগামী ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম (সংস্থার ওয়েবসাইট realme.com ও Flipkart, Amazon-এ) এবং অফলাইন চ্যানেলে এই সেলটি লাইভ থাকবে। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার, কুপন ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআইয়ের মতো একাধিক বেনিফিট পাওয়া যাবে – তাই আপনার যদি এই মুহূর্তে নতুন 5G ফোন কেনার থাকে, তাহলে Realme 5G Sale মিস করা একদমই ঠিক হবেনা। বিশেষ করে এখন Realme 11 5G স্মার্টফোনটি কেনা বুদ্ধিমানের কাজ হবে। কেন একথা বলছি? আসুন তাহলে সেলে Realme 11 5G-তে উপলব্ধ অফার এক নজরে দেখে নিই।

এখন দুর্দান্ত ছাড়ে কেনা যেতে পারে Realme 11 5G ফোনটি দেখুন দাম

কোম্পানির ঘোষণা অনুযায়ী, সেলের সময় আগ্রহীরা Realme 11 Pro Series 5G, Realme 11 Series 5G, Realme C সিরিজ এবং Realme GT স্মার্টফোন সিরিজে অফার অফার পাবেন। এক্ষেত্রে রিয়েলমি ১১ ৫জি ফোনের ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি আপনি একেবারে জলের দরে হাতের মুঠোয় পেয়ে যেতে পারেন। এই মডেলটির এমআরপি (MRP) এমনিতে ২০,৯৯৯ টাকা, তবে সেলের দরুন কোম্পানির অফিসিয়াল সাইট এবং ফ্লিপকার্টে এটি ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ফ্লিপকার্টে আপনি ১৮,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার ও নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ১,৫০০ টাকা ডিসকাউন্টের সুবিধা পাবেন।

কার্যত একইরকম অফার পাওয়া যাবে realme.com সাইটেও। তবে এখানে ১,৫০০ টাকার কুপন ছাড়াও ৪,৫০০ টাকার জিও (Jio) অফার, মোবিকুইক (MobiKwik)-এ ৫,০০ টাকা ক্যাশব্যাক ইত্যাদি বেনিফিটও মিলবে। এছাড়া দুটি জায়গাতেই নো-কস্ট ইএমআই অর্থাৎ বিনা সুদে মাসিক কিস্তিতে রিয়েলমি ১১ ৫জি কেনা যাবে। বলে রাখি, সাশ্রয়ী অফার কাজে লাগানো যাবে এই ফোনের অন্য স্টোরেজ সংস্করণেও।

Realme 11 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি ১১ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ (6nm) প্রসেসর, যার সাথে মিলবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এদিকে ফটোগ্রাফির জন্য এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেটআপ অফার করবে। এতে দেখা যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও।

(বি:দ্র: প্রতিবেদনটি লেখার সময় এই অফার প্রযোজ্য ছিল)