Snapdragon 888+ চিপ, 720hz টাচ স্যাম্পলিং রেট-সহ Black Shark 5 স্মার্টফোনের জগতে ঝড় তুলতে আসছে

Black Shark 4 সিরিজ গত বছরের মার্চে বাজারে এসেছিল৷ ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোনটির আপগ্রেড ভার্সন চলতি বছরেও একই সময়ে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে৷ সংস্থা কিছু না বললেও বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই Black Shark 5 সিরিজ নিয়ে কাজ শুরু হয়েছে৷ এই লাইনআপে দু’টি মডেল আসতে পারে -Black Shark 5 (কোডনাম Katyusha) এবং Black Shark 5 Pro (কোডনাম Patriot)৷ এখন এক টিপস্টারের রিপোর্ট থেকে Black Shark 5 সম্পর্কে অল্পবিস্তর তথ্য জানা গিয়েছে৷

Panda is Bald নামে পরিচিত এক জনপ্রিয় চীনা টিপস্টারের মতে, Black Shark 5-এ একটি Samsung E4 অ্যামোলেড ডিসপ্লে থাকবে৷ যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে৷ এছাড়াও ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে৷ টিপস্টার আলাদা করে
Black Shark 5-এর ডিসপ্লের সাইজ উল্লেখ করেনি৷

Black Shark 5 গেমিং ফ্ল্যাগশিপ Snapdragon 888 Plus প্রসেসর দ্বারা পরিচালিত হবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকবে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি৷ এটি আবার ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

Black Shark 5 Pro-এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি৷ তবে এটি ১৪৪ হার্টজ কোয়াড-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 8 Gen 1 প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ আসবে বলে আশা করা হচ্ছে৷