HomeGamesGarena Free Fire Max এর মেম্বারশিপ টপ-আপ কিভাবে করবেন, Diamonds পাওয়ার কৌশল

Garena Free Fire Max এর মেম্বারশিপ টপ-আপ কিভাবে করবেন, Diamonds পাওয়ার কৌশল

Garena বিকশিত Free Fire Max খুব অল্প সময়ের মধ্যেই গেমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এক্ষেত্রে এই মোবাইল ব্যাটেল রয়্যাল গেমে উচ্চতর লেভেলে যাওয়ার জন্য প্রয়োজন ডায়মন্ড (Diamonds)। কেননা ডায়মন্ড না থাকলে অস্ত্র (Weapons), পোষাক (Outfit), পোষ্য প্রাণী, এলিট পাস (Elite Pass) ইত্যাদির মতো প্রয়োজনীয় জিনিস কেনা সম্ভব হবে না। যদিও গেমে যুক্ত হওয়ার পর বিনামূল্যে কিছু পরিমাণ ডায়মন্ড অফার করা হয়। তবে পরবর্তীতে গেমারদের নিজেদের যোগ্যতায় Diamonds রোজগার করতে হয়। নতুবা গ্যাঁটের টাকা খরচ করে ডায়মন্ড কিনতে হয়। তবে আরেকটা উপায়েও ডায়মন্ড পাওয়া বা অন্যান্য প্রিমিয়াম বৈশিষ্ট্য উপভোগ করা সম্ভব। এর জন্য সাপ্তাহিক বা মাসিক মেম্বারশিপ কিনতে হবে আপনাদের। নিচে Free Fire Max -এ কিভাবে মেম্বারশিপ টপ-আপ (Membership Top-UP) করতে হয় এবং করালে বিনিময়ে কি কি দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হল…

কিভাবে Free Fire Max -এ মেম্বারশিপ টপ আপ করবেন?

১. প্রথমে স্মার্টফোন থেকে ফ্রি ফায়ার ম্যাক্স গেমে লগ-ইন করুন।

২. স্ক্রিনের উপরিভাগে থাকা “মেম্বারশিপ” বাটনে ট্যাপ করুন।

৩. এবার “উইকলি” (সাপ্তাহিক) এবং “মান্থলি” (মাসিক) মেম্বারশিপ বিকল্পের মধ্যে একটি বেছে নিন।

৪. এর পর অর্থপ্রদানের প্রক্রিয়া সম্পন্ন করলেই মেম্বারশিপ সক্রিয় হয়ে যাবে।

সাপ্তাহিক মেম্বারশিপ

Free Fire Max গেমারদের সাপ্তাহিক বা উইকলি মেম্বারশিপ কেনার জন্য ১৫৯ টাকা খরচ করতে হবে। এই মেম্বারশিপ এক সপ্তাহের জন্যই বৈধ থাকবে।

  • মেম্বারশিপ সক্রিয় হওয়ার পরক্ষনে দেওয়া হবে ১০০টি ডায়মন্ড।
  • ৭দিন ধরে দৈনিক ৪৪৫টি ডায়মন্ড মিলবে।
  • সাপ্তাহিক মেম্বারশিপের আইকন পাবেন।
  • ডিসকাউন্ট স্টোর বিশেষাধিকার।
  • ৭এক্স ইউনিভার্সাল কিউব ফ্র্যাগমেন্ট।

মাসিক মেম্বারশিপ

মাসিক মেম্বারশিপ কিনতে খরচ করতে হবে ৭৯৯ টাকা। এর মেয়াদ এক মাসের।

  • মেম্বারশিপ সক্রিয় হওয়ার পরপরই ৫০০টি ডায়মন্ড দেওয়া হবে।
  • মেম্বারশিপ সক্রিয় থাকা পর্যন্ত প্রতিদিন ২৫০০টি করে ডায়মন্ড মিলবে।
  • মাসিক মেম্বারশিপের আইকন।
  • ডিসকাউন্ট স্টোর বিশেষাধিকার।
  • ৩০এক্স ইউনিভার্সাল কিউব ফ্র্যাগমেন্ট।
RELATED ARTICLES

Most Popular