HomeGamesFree Fire Redeem Code Today for 3 April 2023: গ্যারেনা ফ্রি ফায়ার...

Free Fire Redeem Code Today for 3 April 2023: গ্যারেনা ফ্রি ফায়ার আজকের রিডিম কোড দেখে নিন

Free Fire Redeem Code Today: ভার্চুয়াল গেমের দুনিয়ায় Garena Free Fire-এর জনপ্রিয়তা আজ তুঙ্গে। এর অন্যতম কারণ হলো গেমটির সুকৌশল গেম প্লে। তাছাড়া প্রস্তুতকারী সংস্থাটি প্রতিদিন গেমারদের জন্য রিলিজ করে ১২ ডিজিটের ফ্রি রিডিম কোড। এই কোড ব্যবহার করলে গেমাররা বিনামূল্যে জিতে নিতে পারবেন মূল্যবান ইনগেম আইটেম। তবে সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে, এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘণ্টার জন্য বৈধ এবং একবার কোড ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার এর থেকে কোনো পুরস্কার পাওয়া সম্ভব নয়। তাই সবার আগে কোড ব্যবহার করে পুরস্কার জেতার জন্য দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি।

Free Fire Redeem Codes 3 April 2023 (৩ এপ্রিল ২০২৩ তারিখের ফ্রি ফায়ার রিডিম কোড)

• FRGFTYHTYJU7Y8Q

• FE2DSX3C4RFYTBR

• FTIYHO9A54QEDCV

• F34J5TIYGYTBSND

• FERTJYNHVC7TA54

• FQED1C2VB4JRTIG

• F7YTGDBNEJRK5K6

• FM7ULHO987A54R

• FEDQC1VB2HJU4R

• FTGY6TFGHJUDERY

• FH5TJKGFI6A54QE

• FD2F3G4H5JTUGYI

Free Fire Today Redeem Code for India and Singapore Server (ভারত ও সিঙ্গাপুর সার্ভারের আজকের ফ্রি ফায়ার রিডিম কোড)

• FUOIJ829042023

• FGUK0POUYE4TGB

• FCXAQ234RTGTYHY

• F7JUHGT5Y6U7IKJ

• FHGFYTU79OIHJG

• FGTY6UILKHMNBV

• ED22KT2GRQDY

How to Redeem Garena Free Fire Today Redeem Codes

• আজ অর্থাৎ ৩ এপ্রিলের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।

• এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।

• তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।

• কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।

RELATED ARTICLES

Most Popular