E-Shram Card: ই-শ্রম কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? প্রতিমাসে মিলবে ৩০০০ টাকাসহ ২ লাখ টাকার বীমা বিনামূল্যে

বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার, দেশের নাগরিকদের জন্য একাধিক সুবিধাজনক প্রকল্প পরিচালনা করে থাকে। সেক্ষেত্রে ভারতের বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তি তথা শ্রমজীবী ​​মানুষদের জন্য এবার ভারত সরকার একটি বিশেষ সুবিধা শুরু করেছে। নতুন স্কিম বা সুবিধার অধীনে বিভিন্ন শ্রমজীবী ​​মানুষদের জন্য ই-শ্রম (E-Shram) কার্ড তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে শ্রমিক, কারিগর ইত্যাদি জীবিকাধারীরা প্রচুর আর্থিক সুবিধা পাবেন। যেমন, এই কার্ডের মাধ্যমে সহজেই যেকোনো জায়গায় দৈনিক মজুরির কাজ পাওয়া যাবে। আবার এই কার্ডের দরুন ভারত সরকার, অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার দেবে। যেমন, ই-শ্রম কার্ডধারী কোনো কারিগর প্রতিবন্ধী হলে তাকে সরকারের তরফে ১ লাখ টাকা দেওয়া হবে। অন্যদিকে কেউ মারা গেলে তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তি ২ লাখ টাকা পাবেন। সবচেয়ে বড় ব্যাপার হল যে, এই বীমার জন্য শ্রমিকদের এক টাকাও প্রিমিয়াম (বিমা খরচ) দিতে হবে না; প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা কভারের মাধ্যমে তারা এই পরিষেবা পাবেন।

E-Shram Card-এ রয়েছে পেনশনের সুবিধাও

শুধু বীমার আর্থিক সাহায্যেই সরকারি সুবিধার নেই। বরঞ্চ ই-শ্রম কার্ড থাকলে শ্রমিকরা ৬০ বছর বয়েস পূর্ণ হওয়ার পর প্রতিমাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। শ্রমিকরা যদি পেনশন পেতে পেতে মারা যান, তবে তাদের বিধবা স্ত্রী মাসিক ১,৫০০ টাকার পেনশন পাবেন। এই সমস্ত কেন্দ্রীয় সরকার প্রদত্ত সুবিধা ছাড়াও, বিভিন্ন রাজ্য সরকার তার নাগরিকদের ই-শ্রম কার্ডের মাধ্যমে অন্যান্য অনেক সুবিধা দেবে। যেমন একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি ই-শ্রমিক কার্ডধারীদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে।

E-Shram Card তৈরির জন্য মাথায় রাখুন এই বিষয়গুলি

এত গেল সুবিধার কথা, এখন প্রশ্ন হচ্ছে ই-শ্রম কার্ড তৈরির জন্য কী কী বিষয় প্রয়োজন হবে। এক্ষেত্রে বলি, ই-শ্রম কার্ডের জন্য আবেদনকারী ব্যক্তির বয়স ১৬ বছর থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। সাথে অবশ্যই থাকতে হবে আধার (Aadhaar) কার্ড, যেখানে আধারটি ফোন নম্বরের সাথে লিঙ্ক থাকতে হবে। আবার আবেদনকারীর একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যাতে সম্পন্ন থাকতে হবে কেওয়াইসি (KYC)। এছাড়া মনে রাখবেন, যে ব্যক্তি ইতিমধ্যেই ইপিএফও (EPFO), ইএসআইসি (ESIC) বা এনপিএস (NPS)-এর সদস্য, তিনি ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেননা।

কীভাবে E-Shram Card-এর জন্য রেজিস্ট্রেশন করবেন?

উপরে উল্লিখিত বিষয়গুলি মাথায় রেখে আপনি তিনটি উপায়ে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন।

১. এক্ষেত্রে একটি ই-শ্রম কার্ড তৈরি করতে, আপনাকে https://eshram.gov.in লিঙ্কটি খুলতে হবে এবং সেখানে ফর্মের সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে৷

২. আপনি চাইলে বাড়ির নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন।

৩. আবার রাজ্য সরকারের আঞ্চলিক অফিস মানে প্রতিটি জেলা বা উপ-জেলায় উপস্থিত ব্লক অফিসে গিয়েও ই-শ্রম কার্ডের জন্য আবেদন করা যেতে পারে।

Anwesha Nandi

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 28 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 28 আগস্ট রিডিম কোড

জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire-এ এসে গেল টপ ক্রিমিনাল নিয়ন, গ্রেনেড, গ্লু ওয়াল…

3 hours ago

Realme GT 7 Pro: 120x জুম এবার রিয়েলমির ক্যামেরায়, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Realme GT 7 Pro ফোনটি চলতি বছরই বাজারে পা রাখতে চলেছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি…

4 hours ago

Jay Shah: ৩৫ বছর বয়সে বিশ্বজয়ের লক্ষ্যে জয় শাহ, পঞ্চম ভারতীয় হিসেবে হলেন ICC চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাওয়ার পর নতুন ইনিংসের জন্য প্রস্তুত বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক…

5 hours ago

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে এল প্লেয়ারদের আকাল, AI-এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে দল, জানালেন চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমন একটি বিবৃতি দিয়েছেন যা বিশ্বক্রিকেটে হট্টগোল সৃষ্টি…

5 hours ago

TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa

TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত…

6 hours ago

Durand Cup Mohun Bagan: পিছিয়ে থেকেও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ফের ম্যাচের হিরো বিশাল কাইথ

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে…

6 hours ago